চীনের কোচ হতে চান ম্যারাডোনা,

Author Topic: চীনের কোচ হতে চান ম্যারাডোনা,  (Read 1477 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
এবার সুদূর পুবের দিকে নজর দিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। চীন সফরে গিয়ে জানালেন এই দেশেই তিনি কাজ করতে আগ্রহী।
চীনের ফুটবল সংস্থার বস ওয়েই দি’র সাথে সাাৎ করতে আট দিনের সফরে চীনে গিয়েছেন ৫১ বছর বয়সী এই ‘ফুটবল গ্রেট’। তবে সফরটিকে ‘চ্যারিটি ট্রিপ’ হিসেবে বলা হচ্ছে। চীনে পৌঁছনোর পর বেইজিং’র এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বললেন, ‘আমি চীনে কোচ হিসেবে কাজ করতে চাই। চীনের যুব ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে চাই আমি।’
চলতি বছরের শুরুতে অবশ্য জানা গিয়েছিল যে চীনের জাতীয় দলের কোচের পদটি পেতে আগ্রহী তিনি।
চীনে গত কয়েক বছর ধরে ফুটবলের বড় বড় নামগুলোকে দেখা যাচ্ছে। ম্যারাডোনা তার সর্বশেষ সংস্করণ। চীনের সুপার লিগের দল শাংহাই শেনহুয়া দলের কোচ এখন সার্জিও বাতিস্তা, যিনি ম্যারাডোনার পর আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পান। ২০১০ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা ৪-০ গোলে হারার পর চাকরি খোয়ান ম্যারাডোনা। এরপর বাতিস্তা সেই দায়িত্ব পেয়েছিলেন, তবে এখন তিনি চীনা ফুটবল দলকেই প্রশিণ দিচ্ছেন। তার কাব শাংহাই শেনহুয়াতে রয়েছেন চেলসির সাবেক দুই তারকা নিকোলাস অ্যানেল্কা আর দিদিয়ের দ্রগবা।
এছাড়া চীনা লিগের আরেক বড় দল গুয়াংঝু তাদের কোচ হিসেবে ভিড়িয়েছে ২০০৬’র বিশ্বকাপ জয়ী ইটালির কোচ মার্সেলো লিপ্পিকে। সুতরাং শুধু ম্যারাডোনা কেন, ফুটবল সংশ্লিষ্ট সকলেরই এখন নজর চীনের দিকে। তবে ম্যারাডোনা চাইলেই যে চীনে কাজ করতে পারবেন সেটি নিশ্চিত নয়। তার কারণ অবশ্য তিনি নিজেই। ম্যারাডোনার ‘আনপ্রেডিক্টেবল’ আচরণ দলের তো বটেই, বাকিদের জন্যও পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও আরব আমিরাতের কাব আল ওয়াসল’এর কোচ ছিলেন তিনি। কিন্তু সেই কাবটিও তাঁকে বরখাস্ত করেছে। সেখানেও ম্যারাডোনা সমর্থকদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন।
এ দিকে, আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা। আর এতেও এবার যে বার্সা আর রেয়ালের শিরোপা জেতার দৌঁড় সবচেয়ে জোরদার থাকবে- তা বলাই বাহুল্য। টানা তিনবার বার্সেলোনার শিরোপা জয়ের পর, গতবার তার ছেদ ঘটাতে সম হয় জোসে মুরিনিয়োর রেয়াল মাদ্রিদ। তবে শিরোপা জেতার লড়াইয়ে এ দু’টি দল বাকিদের চেয়ে ছিল অনেক এগিয়ে। তৃতীয় অবস্থানে থাকা ভ্যালেন্সিয়ার চেয়ে ৩৯ পয়েন্টে এগিয়েছিল রেয়াল মাদ্রিদ। আর বার্সা ছিল ৩০ পয়েন্টে এগিয়ে। গতবারের লা লিগায় রেকর্ড ১২১ গোলের পাশাপাশি ১০০ পয়েন্ট পার হয়ে শিরোপা নেয় মুরিনিয়োর দল। অন্যদিকে ন্যু ক্যাম্পে এবার নতুন যুগের সুচনা হতে যাচ্ছে। পেপ গুয়ার্দিওলার সাবেক সহকারী টিটো ভিলানোভার হাতে এবার মাঠে নামবে বার্সার ছেলেরা।


Link:- http://www.dailynayadiganta.com/new/?p=30597
« Last Edit: November 21, 2012, 12:54:34 PM by Faysal230 »