হট্টগোল থেকে হূদরোগ

Author Topic: হট্টগোল থেকে হূদরোগ  (Read 1485 times)

Online Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2001
    • View Profile
    • Daffodil International University
হট্টগোল থেকে হূদরোগ
« on: November 01, 2012, 01:12:24 PM »
হট্টগোল থেকে হূদরোগ

যেসব কর্মস্থলে নিরন্তর কলরব, হট্টগোল সে সব পরিবেশ দরুণভাবে প্রভাব ফেলে শ্রুতিশক্তি ও হূদস্বাস্থ্যের উপর। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে কর্মস্থলে অবিরাম, অটল হট্টগোল কর্মচারীদের মধ্যে হূদরোগের গুরুত্বর ঝুঁকি বাড়িয়ে দেয়। হূদযন্ত্রের উপর উচ্চ কলরবের প্রভাব নিয়ে অনেকবার গবেষণায় পাওয়া গেছে মিশ্র ফলাফল। তবে ইদানীংকার গবেষণায় গবেষকরা ২০ বছর বয়স যাদের এবং এর উর্দ্ধে যাদের বয়স এদের এরকম ৬০০০ জন কর্মচারীর জীবন-যাপন, পেশা ও স্বাস্থ্যের যে সমীক্ষা হয়েছিলো সে সব তথ্য উপাত্ত পরীক্ষা করেছিলেন। একদল যারা কর্মস্থলে উচ্চ কলরব সহ্য করে কাজ করেছিলেন তিন মাস এবং অন্যদল যারা উচ্চ কলরবের মুখোমুখি হন নাই। এদের উপর এসবের প্রভাব লক্ষ্য করা হয়েছিলো। দেখা গেছে ২১% কর্মচারী, বেশিরভাগ পুরুষ এরা হট্টগোলপূর্ণ কর্মস্থল সয়ে চলেছিলেন। যাদের এমন গোলমালের মুখোমুখি হতে হয়নি এদের তুলনায় যারা এমন গোলমাল সহ্যকরে চলেছিলেন এদের হূদরোগের সম্ভাবনা ছিলো দ্বিগুণ বা তিনগুণ বেশি। যেসব কর্মচারী উচ্চ কলরব সহ্য করে ছিলেন এরা, যারা শান্ত পরিবেশে কাজ করেছিলেন এদের তুলনায় ধূমপান করার ও শরীরে বেশি ওজন হওয়ার সম্ভাবনা ছিলো বেশি। তবে এসব ঝুঁকি ছাড়াও গোলমাল হট্টগোল এটিও নিজস্ব বৈশিষ্ট্যে একটি বড় ঝুঁকি ছিলো হূদরোগের জন্য। অকোপেশনাল এন্ড এনভাইরনমেন্ট মেডিসিন জার্নালে প্রকাশিথ নিবন্ধে গবেষকরা উল্লেখ করেছেন, হঠাত্ জোরালো আবেগ বা দৈহিক চাপ যে রকম চাপ ফেলে শরীরের উপর, গোলমাল, হট্টগোলও তেমনই চাপ ফেলে শরীরের উপর। তেমন ধরণের চাপ এমন সব রাসায়নিকের উত্সার ঘটায় যা ধমনীর মধ্য দিয়ে রক্তচলাচলে সংকোচন ঘটায়। গবেষণায় আবশ্য কিছু ত্রুটি  আছে। গোলমেলে কর্মস্থলে হূদরোগের বাড়তি ঝুঁকির জন্য অন্যান্য উপাদান যেমন বায়ুদূষণ, শিফট্ ডিউটি বা কাজের বেশি চাপও দায়ী কিনা বা এদের প্রভাব বা অবদান কতটুকু তা বিচার করা হয়নি। তবে এ গবেষণা থেকে  এটি বোঝা যায় যে অবিরাম গোলমাল, হট্টগোল স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং এ বিষয়টি

বিশেষ দৃষ্টি আকর্ষণের যোগ্যতা রাখে। এটিও একটি ঝুঁকি  উপাদান বেং একজোড়া কানের টিপি বা সুরক্ষা হেড সেট দিয়ে একে দূর করা সহজ।

লেখক:
অধ্যাপকডা:শুভাগত চৌধুরী
পরিচালক
ল্যাবরেটরী সার্ভিসেস
বারডেম, ঢাকা[/size]

Source: http://new.ittefaq.com.bd/news/view/158853/2012-11-01/24
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun