ডায়াবেটিস : জানা থাকা ভালো

Author Topic: ডায়াবেটিস : জানা থাকা ভালো  (Read 1302 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
ডায়াবেটিস সাধারণত তিন ধরনের। টাইপ ওয়ান বা ইনসুলিননির্ভর ডায়াবেটিস, টাইপ টু বা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস ও অল্প বয়সীদের ডায়াবেটিস। এ ছাড়া গর্ভকালীন একধরনের ডায়াবেটিস দেখা যায়, যা প্রেগন্যান্সি ডায়াবেটিস নামে পরিচিত।

টাইপ ওয়ান ডায়াবেটিস

* টাইপ ওয়ান ডায়াবেটিস যেকোনো বয়সের যেকোনো মানুষের হতে পারে। শৈশব ও কৈশোরেই রোগটি বেশির ভাগ ক্ষেত্রে দেখা দেয়। এ ডায়াবেটিসে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে শরীরে নিতে হয়।
* এ ধরনের ডায়াবেটিসের মূল কারণ বংশগত। আর বংশগত কারণকে ত্বরান্বিত করে পরিবেশগত কিছু কারণ।
* কয়েকটি জিনের পরিবর্তনের কারণে এ ধরনের ডায়াবেটিস হয়। এর মধ্যে কিছু জিন আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এ জিনগুলোতে মিউটেশন হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ডায়াবেটিস হলে অন্য রোগও সহজে হতে পারে।
* পরিবারের কাছের কারো এ ধরনের ডায়াবেটিস হলেই যে অন্যরা আক্রান্ত হবে এমনটি নয়। তবে অন্যদেরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকবে।
* আগেভাগেই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি নির্ণয় করার জেনেটিক পরীক্ষাটি এখনো ল্যাবরেটরিতেই সীমাবদ্ধ, সাধারণের জন্য এখনো উন্মুক্ত নয়।

টাইপ টু ডায়াবেটিস
* ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশই এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত।
* বংশগত ও পরিবেশগত উভয় কারণেই এ ধরনের ডায়াবেটিস হয়।
* এইচএনএফ-ফোর জিনে পরিবর্তনের কারণে ৩০ শতাংশ ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তৈরি হয়।
* পরিবারের কারো যদি টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে, তবে অন্য সদস্যদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় বেশি।

অল্পবয়সীদের ডায়াবেটিস
* ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে ২-৩ শতাংশ এ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত। এটি টাইপ টু ডায়াবেটিসেরই একটি রূপ।
* ২৫ বছর বয়সের মধ্যে এ ধরনের ডায়াবেটিস সাধারণত দেখা দেয়। তবে এর পরও কখনো কখনো এ ডায়াবেটিস হতে দেখা যায়।
* প্যানক্রিয়াজ বা অগ্ন্যাশয়ের কিছু নির্দিষ্ট কোষের অক্ষমতার জন্য ইনসুলিন উৎপাদন ক্ষমতা কমে গিয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করে।
* জেনেটিক পরীক্ষায় এ ধরনের ডায়াবেটিসে আক্রান্তদের বেশির ভাগের জিনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যায়।


Ref: http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Football&pub_no=1055&cat_id=1&menu_id=181&news_type_id=1&index=1

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Re: ডায়াবেটিস : জানা থাকা ভালো
« Reply #1 on: November 14, 2012, 03:57:37 PM »
Thanks for the information.