বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

Author Topic: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট  (Read 1317 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
কোনো দলের বিপক্ষে বাংলাদেশের টেস্ট লড়াইয়ের পরিসংখ্যান মানেই অসম লড়াইয়ের ছবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তা কিন্তু নয়। রোমন্থনের অনেক স্মৃতিই আছে ক্যারিবীয় দলের বিপক্ষে

এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
দুই দেশের আট টেস্টের চারটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় দুটিতে। ওয়েস্ট ইন্ডিজের ৩০০ পেরোনো স্কোর যেখানে ছয়টি, সেখানে বাংলাদেশের তিনটি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেঞ্চুরি সাতটি, বাংলাদেশের পক্ষে চারটি। ইনিংসে পাঁচ উইকেট যেখানে আটবার নিয়েছেন ক্যারিবীয় বোলাররা, সেখানে বাংলাদেশের বোলারদের এমন কৃতিত্ব মাত্র চারবার। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেঞ্চুরি-জুটি হয়েছে আটটি, বাংলাদেশের পক্ষে চারটি।

ছয় শূন্যের ইনিংস

ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০২-০৩ মৌসুমে ঢাকা টেস্টে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ১১ ব্যাটসম্যানের ছয়জনই সে ইনিংসে আউট হয়েছিলেন শূন্য রানে। সবচেয়ে কম রানের ইনিংসে ছয় ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার এটা নতুন রেকর্ডও!

সেরা সারওয়ান
বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ দলে নেই রামনরেশ সারওয়ান। গত বছরের সফরেও ছিলেন না, এবারও নেই। বাংলাদেশের বোলারদের জন্য স্বস্তিই বলতে হবে এটিকে! দুই দেশের টেস্ট লড়াইয়ে সারওয়ানের পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যাবে কারণটা। পাঁচ ইনিংসে ১১২.৫০ গড়ে সারওয়ান করেছেন ৪৫০ রান। দুই দেশের সিরিজের একমাত্র ডাবল সেঞ্চুরিটিও (২৬১*) তাঁর। দুটি সেঞ্চুরিও আর কারও নেই।

সাকিব-নির্ভরতা
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের ছাপ দুই দেশের টেস্ট লড়াইয়েও। চার টেস্টে করেছেন ৩২৭ রান। গড় ৫৪.৫০। যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যাটিং গড়। আর বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু পেদ্রো কলিন্স (২৬)।

এগিয়ে থাকার লজ্জা!
এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বোলারদের জয়জয়কার। এক ইনিংসে ১০০ কিংবা তার চেয়ে বেশি রান দিয়েছেন বাংলাদেশের সাত বোলার। এই তালিকায় সবাইকে ছাড়িয়ে তালহা জুবায়ের। ২০০২ সালে ঢাকা টেস্টে ৩১ ওভারে তিনি দিয়েছিলেন ১৩৫ রান। ইনিংসে কমপক্ষে ১০০ রান দেওয়া অন্য ছয় বোলার—মুশফিকুর রহমান (৩৩ ওভারে ১২৭ রান), মোহাম্মদ রফিক (৩৮ ওভারে ১২৪), নাঈমুর রহমান (৩৬ ওভারে ১১৮), তাপস বৈশ্য (৩৪ ওভারে ১১৭), এনামুল হক (৪৬ ওভারে ১০১) ও মানজারুল ইসলাম (২৮ ওভারে ১০০)।

আট টেস্টে নয় অধিনায়ক
আট টেস্টে নয় অধিনায়ককে দেখেছে দুই দেশের টেস্ট সিরিজ। সর্বোচ্চ পাঁচ অধিনায়ক খেলেছেন বাংলাদেশের পক্ষে। তাঁরা হলেন—খালেদ মাসুদ, হাবিবুল বাশার, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
তথ্যসূত্র: ক্রিকইনফো

সেরা পাঁচ
ব্যাটসম্যান

ম্যাচ রান সেরা গড় ১০০/৫০
রামনরেশ সারওয়ান ৪ ৪৫০ ২৬১* ১১২.৫০ ২/-
তামিম ইকবাল ৪ ৩৮৩ ১২৮ ৪৭.৮৭ ১/২
ক্রিস গেইল ৪ ৩৪৭ ১৪১ ৬৯.৪০ ১/২
সাকিব আল হাসান ৪ ৩২৭ ৯৬* ৫৪.৫০ -/৩
হাবিবুল বাশার ৪ ২৮৪ ১১৩ ৩৫.৫০ ১/১

বোলার
ওভার রান উইকেট সেরা
পেদ্রো কলিন্স ১৪৬.৫ ৪১৬ ২৬ ৬/৫৩
সাকিব আল হাসান ১৮৮.৫ ৪৭৩ ২৩ ৫/৬৩
ড্যারেন স্যামি ১৩৫.১ ৩২১ ১৬ ৫/৫৫
কেমার রোচ ১০৮.৫ ৩৩০ ১৪ ৬/৪৮
জার্মেইন লসন ৮৭.৫ ২৬১ ১৩ ৬/৩


Ref:-http://www.prothom-alo.com

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
thanks for the information.