ড্যাফাডিলে কারিগরি সেমিনার

Author Topic: ড্যাফাডিলে কারিগরি সেমিনার  (Read 9543 times)

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
মানুষের চেয়ে বুদ্ধিমান রোবট!
« Reply #15 on: November 29, 2012, 12:04:21 PM »
বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্রে হর-হামেশা দেখা যায় যে স্বয়ংক্রিয় প্রযুক্তি মানব সভ্যতার জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে কি শেষপর্যন্ত কম্পিউটারই মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে? কম্পিউটারের কারণে মানবসভ্যতা ধ্বংসের ঝুঁকি কতটুকু এ বিষয়টি নিয়ে গবেষণা শুরু হচ্ছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি মানুষের ক্ষতি করতে সক্ষম এমন কম্পিউটারের খোঁজে নামার এক পরিকল্পনা করছেন।

সেন্টার ফর দ্য স্টাডি অব একজিসটেন্সিয়াল রিস্ক (সিএসইআর)-এর গবেষকেরা বায়োটেকনোলজি, কৃত্রিম জীবন, ন্যানোটেকনোলজি ও পরিবেশের পরিবর্তনের ফলে মানবসভ্যতার ধ্বংসের ঝুঁকি নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছেন। ‘সিএসইআর’ নামের এ প্রকল্পের প্রতিষ্ঠাতা হলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হু প্রাইস, কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিকসের অধ্যাপক মার্টিন রিজ এবং স্কাইপির সহ-প্রতিষ্ঠাতা জান তালিন। ‘সিএসইআর’ নামের এ গবেষণা কেন্দ্র আগামী বছর চালু হবে।
গবেষকেরা জানিয়েছেন, টার্মিনেটর চলচ্চিত্রে দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দুষ্ট প্রকৃতির রোবট মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া চলচ্চিত্রের ‘স্কাইনেট’ নামের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা বাস্তবে তৈরি হলে মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

গবেষকেরা জানিয়েছেন, দুষ্ট কম্পিউটারের খোঁজ করার বিষয়টিতে এখন গুরুত্ব দেওয়ার সময় হয়েছে। এ ধরনের ঝুঁকি বাস্তবে কতটা তা নির্ধারণ করা কঠিন হলেও এ বিষয়ে এখন সচেতনতার সময় এসেছে।গবেষক হু প্রাইস জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একথা নিশ্চিত করেই বলা যায় যে, আগামী শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা জীববিজ্ঞানের সীমা পার করবে। মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যাবে কম্পিউটার, রোবট।’



সূত্রঃ বিবিসি 
« Last Edit: November 29, 2012, 12:11:35 PM by Badshah Mamun »

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Research discovery could revolutionize semiconductor manufacture
« Reply #16 on: November 29, 2012, 12:23:19 PM »
November 28, 2012 - 16:06 in Physics & Chemistry
A completely new method of manufacturing the smallest structures in electronics could make their manufacture thousands of times quicker, allowing for cheaper semiconductors. The findings have been published in the latest issue of Nature. Instead of starting from a silicon wafer or other substrate, as is usual today, researchers have made it possible for the structures to grow from freely suspended nanoparticles of gold in a flowing gas.

Behind the discovery is Lars Samuelson, Professor of Semiconductor Physics at Lund University, Sweden, and head of the University's Nanometre Structure Consortium. He believes the technology will be ready for commercialisation in two to four years' time. A prototype for solar cells is expected to be completed in two years.

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Metamaterials Manipulate Light On a Microchip
« Reply #17 on: November 29, 2012, 12:43:17 PM »
Transformation optics devices that perform diverse, simple functions can be integrated together to build complex photonic systems for optical communications, imaging, computing, and sensing. (Credit: Qi Wu)

ScienceDaily (Nov. 2012) — Using a combination of the new tools of metamaterials and transformation optics, engineers at Penn State University have developed designs for miniaturized optical devices that can be used in chip-based optical integrated circuits, the equivalent of the integrated electronic circuits that make possible computers and cell phones.

Offline sahadat_185

  • Full Member
  • ***
  • Posts: 118
  • I am Sahadat Hossain ,Mobile :01680307985
    • View Profile
Unique Structure: Chicago Spire
« Reply #18 on: November 29, 2012, 02:59:32 PM »
Continuing what we have talked about the top unique structure mentioned by Syed Mobin Architects, now let’s see the second structure, the Chicago Spire. This phenomenal structure, when completed in 2010, will be the world’s tallest residential building and the tallest building of any kind in the western world. Seemingly modeled on the image of a giant drill poking through the ground, the 609 meter structure will dominate the Chicago skyline.
With Regards
Md. Sahadat Hossain
Assistant Manager
Business Development
Manama Developments Ltd.
Mob : +8801713-185342, +8801730-092465
Tel   : +8809613626262
Wed : www.manamadevelopments.com  
House : 142, Road : 12, Block : E
Banani, Dhaka-1213

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2002
    • View Profile
    • Daffodil International University
ধূমপানের ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি, শিক্ষণ ও কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা কমে যায় বলে জানিয়েছেন একদল ব্রিটিশ গবেষক।

লন্ডনের কিংস কলেজের গবেষকরা পঞ্চাশোর্ধ ৮ হাজার ৮০০ জন মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন।

ধূমপানের পাশাপাশি উচ্চ রক্ত চাপ ও অতিরিক্ত ওজনও মস্তিকের কার্যক্ষমতার ওপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জীবনাচরণ সঠিক না হলে তা দেহমনে ক্ষতিকর প্রভাব ফেলে। পরীক্ষায় খারাপ ফল করার সঙ্গে ধূমপানের যোগ আছে বলে মত দিয়েছেন গবেষকরা।

আর মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার সঙ্গে ব্যক্তির হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মারাত্মক ঝুঁকিরও আশঙ্কা আছে বলে জানিয়েছেন তারা।

যুক্তরাজ্যের ‘এইজ এন্ড এইজিং’ নামক সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণাটি পরিচালনার জন্য পঞ্চাশোর্ধ্ব একদল মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।


এরপর তাদের মস্তিস্কের কার্যক্ষমতা নিরীক্ষণের জন্য নতুন শব্দ শেখা এবং তারা একেকজন এক মিনিটে কতগুলো প্রাণীর নাম মনে করতে পারে তার হিসাব রাখেন গবেষকরা।

এভাবে চারবছর এবং পরে আটবছর পর আবারো একই নিরীক্ষার মাধ্যমে তাদের জীবনযাত্রার ভিত্তিতে মস্তিস্কের কার্যক্ষমতা যাচাই করেন তারা।

Source: http://bdnews24.com/bangla/details.php?id=211817&cid=13
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
Victory of Bangladesh in Cricket
« Reply #20 on: December 01, 2012, 10:05:36 AM »
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। রোববার দ্বিতীয় ওয়ানডে।

« Last Edit: December 10, 2012, 02:34:53 PM by Badshah Mamun »

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
Dear Mr. Badsha

Thank you very much for your great post. I have already visited your link of bdnews24. There bdnews24 used a photo of cigarette.  I think we should avoid this photo. Because there is no negative sign is this photo. Instead of prohibition this photo may encourage people to smoke. I mean this photo may impact people negatively.

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
বাংলাদেশ গর্জে ওঠো...........................

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
This is the real time to show something...................please tiger do something special !!!

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
ধূমপান ছাড়তে আকুপাংচার?
« Reply #24 on: December 02, 2012, 11:48:03 AM »
ধূমপান ছাড়তে অনেকে অনেক চেষ্টাই করে থাকেন। কোন কোন সময় চিকিৎসকরা ওষুধ ব্যবহারেরও পরামর্শ দেন। তবে ওষুধ ছাড়া আকুপাংচার বা হিপনোসিস থেরাপির মাধ্যমেও এ অভ্যাস ছাড়া যায় বলে জানিয়েছেন গবেষকরা।

Offline Shamsuddin

  • Full Member
  • ***
  • Posts: 177
  • Test
    • View Profile
Re: ধূমপান ছাড়তে আকুপাংচার?
« Reply #25 on: December 02, 2012, 01:02:14 PM »
ওয়াশিংটন, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপান ছাড়তে অনেকে অনেক চেষ্টাই করে থাকেন। কোন কোন সময় চিকিৎসকরা ওষুধ ব্যবহারেরও পরামর্শ দেন। তবে ওষুধ ছাড়া আকুপাংচার বা হিপনোসিস থেরাপির মাধ্যমেও এ অভ্যাস ছাড়া যায় বলে জানিয়েছেন গবেষকরা।

কিন্তু এ পদ্ধতি দুটি সত্যিকার অর্থে কেমন কার্যকর এবং প্রচলিত পদ্ধতির চেয়ে কতটা ভাল সে সম্পর্কে এখনো অনেক প্রশ্ন আছে।

তবে গবেষকরা সংশ্লিষ্ট ১৪ টি আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করে এ সম্পর্কিত বেশ কিছু প্রমাণ পেয়েছেন।

কানাডার ম্যাকগ্রিল বিশ্ববিদ্যালয়ের গবেষক মেহদি তাহিরি জানান, যারা ধূমপান ছাড়তে চায় তারা প্রথমে প্রচলিত মানসম্মত পদ্ধতিগুলোই বেছে নেবে। যেমন: নিকোটিন-রিপ্লেসমেন্ট থেরাপি, ওষুধ ব্যবহার, আচরণগত পরামর্শ নেওয়া প্রভৃতি।

তবে কেউ কেউ ওষুধ ব্যবহারে ততটা আগ্রহী না। আবার অনেক ক্ষেত্রে প্রচলিত মানসম্মত পদ্ধতিগুলো কার্যকরও হয় না।

সেক্ষেত্রেই (আকুপাংচার ও হিপনোসিস) বিকল্প পদ্ধতিগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া যায় এবং তা কাজেও আসতে পারে বলে জানান তাহিরি।

যেসব ধূমপায়ী আকুপাংচার করেছে তাদের ছয় মাস থেকে এক বছর পর পুরোপুরি ধূমপানমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে তিনগুণ বেশি।

ঠিক একইভাবে হিপনোসিস থেরাপির ক্ষেত্রেও অন্যদের তুলনায় ধূমপায়ীর ধুমপানমুক্ত হওয়ার হার বেশি দেখা গেছে গবেষণায়। গবেষণা পর্যালোচনাটি প্রকাশ করেছে ‘আমেরিকান জার্নাল অব মেডিসিন’ নামক সামিয়কী।

তবে গবেষকরা বলছেন, সব গবেষণায় এ ধরনের চিকিৎসায় সফলতার হার একইরকম দেখা যয়নি। যদিও সামগ্রিকভাবে বিকল্প এ চিকিৎসায় ধূমপায়ীদের উপকৃত হওয়ারই লক্ষণ দেখা গেছে।

২০০৮ সালের এক গবেষণায় দেখা গেছে, ২৫৮ জন ধূমপায়ীকে কয়েকবার লেজার আকুপাংচার করানোর পর তাদের ৫৫ শতাংশ ছয় মাসের মধ্যে এ অভ্যাস ছেড়ে দিয়েছে। আর যারা এই চিকিৎসা নেয়নি তাদের ক্ষেত্রে এ হার ৪ শতাংশ।

কিন্তু এর আগের বছর ২০০৭ সালে তাইওয়ানে এক গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের কানের চারপাশে সূচ দিয়ে করা আকুপাংচার তেমন ফলদায়ক হয়নি।

এ আকুপাংচারে মাত্র ৯ শতাংশ ধূমপায়ী ৬ মাস পর ধূমপান ছাড়তে পেরেছে। আর যারা এ চিকিৎসা নেয়নি তাদের ক্ষেত্রে এ হার ছিল ৬ শতাংশ।

অন্যদিকে, হিপনোসিস থেরাপির ক্ষেত্রেও দুই গবেষণায় দেখা গেছে একই অসামঞ্জস্য। একটি গবেষণায় হিপনোসিস থেরাপির বদৌলতে ২০ থেকে ৪৫ শতাংশ ধূমপায়ী ৬ মাস থেকে ১ বছর পর এ অভ্যাস ছেড়ে দিতে পেরেছে। তবে অন্য গবেষণায় দেখা গেছে, এই একই চিকিৎসায় ফল হয়েছে কম।

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile
Sabash Bangladesh!!!

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
YAH

Yahoooooooo!!!!!!!!!!!

Bangladesh again win today's game.


Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
194 countries in controlling Internet
« Reply #28 on: December 02, 2012, 07:35:02 PM »


ইন্টারনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিতর্ক এখন তুঙ্গে। ইন্টারনেটে জনসাধারণের অবাধ বিচরণ থাকবে না সরকার এটি নিয়ন্ত্রণ করবে। এটি এখন সবচেয়ে আলোচিত বিষয়।

এ বিষয়টি সামনে রেখে আগামী ৩ থেকে ১৪ ডিসেম্বর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স (ডব্লিউসিআইটি) সম্মেলন।

এ সম্মেলনে আইটিইউ তাদের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন্সে (আইটিআর) পরিবর্তন আনতে চায়। এরই মধ্যে সেখানে বেশ কটি পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। সুপারিশের অন্যতম হলো ইন্টারনেট কি এখনকার মতো স্বাধীনভাবে চলবে, নাকি তার ওপর সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রণ থাকবে? জাতিসংঘের ১৯৪টি সদস্য দেশের ভোট বলে দেবে ইন্টারনেটে সাধারণের অবাধ বিচরণ থাকবে, কি থাকবে না?

এ উদ্দেশ্য সফলে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘ভয়েস’ যৌথভাবে ঢাকার ইঞ্জিনিয়ারস ইনিস্টিটউট মিলনায়তনের (আইইবি) ইঞ্জিনিয়ারস রিক্রিয়েশন সেন্টারে (ইআরসি) মতবিনিময় সভার আয়োজন করে।

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি ড. সৈয়দ ফয়সাল হাসানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

ইন্টারনেট নিয়ন্ত্রণের বিষয়গুলো তত্ত্বাবধান করে ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স (আইকান), ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্স (আইইটিএফ), ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনেসোর্টিয়াম (ডব্লিউথ্রিসি) এবং ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড (আইএডি)। এ সংস্থাগুলোর প্রত্যেকেই মাল্টিস্টেক হোল্ডার এবং উন্মুক্ত।

আইটিইউ চাইছে নিয়ন্ত্রণের বিষয়টি তাদের তথা সরকারের হাতে চলে আসুক। ফলে জাতিসংঘের ১৯৪টি সদস্য দেশের ভোট বলে দেবে ইন্টারনেটে সাধারণের অবাধ বিচরণ থাকবে, কি থাকবে না? ভোটের ফলাফল যদি আইটিইউয়ের অনুকুলে যায়, তাহলে প্রত্যেক দেশের সরকারই ঠিক করে দেবে তাদের দেশে কোন সাইট দেখা যাবে আর কোনটি দেখা যাবে না।

এখন যেমন বাংলাদেশের কোনো ব্যক্তি বিশ্বের যেকোনো দেশে গিয়ে ইমেইল, ফেসবুক, টুইটার ব্যবহার করতে পারেন। নিয়ন্ত্রণের বিষয়টি আরোপিত হলে তখন এ সুযোগ বন্ধ হয়ে যাবে। তখন ব্যক্তির যে দেশে অবস্থান সেখানকার সরকারের কাছ থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে।

এদিকে টেলিফোনের মতো রোমিং করে নিলে শুধু তখন ইমেইল বা অন্য সব সেবা বিদেশে গিয়েও পাওয়া যাবে। ইন্টারনেটের কোনো নিয়ন্ত্রক বা স্বত্বাধিকারী নেই বলেই এত দ্রুত এর বিকাশ সম্ভব হয়েছে। এর উন্মুক্ততা ও বিকেন্দ্রীকরণই এর শক্তি।

তাই এ ব্যবস্থায় ব্যতয় হলে ইন্টারনেট ব্যবহার ও সেবা সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা ও সাধারণ নাগরিকদের মানবাধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্টভাবে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বাংলাদেশ সরকারকে বর্তমান ব্যবস্থার পক্ষে থাকা উচিত। এ ছাড়া সরকারের উচিত জনগণের মতামত নিয়ে দেশের হয়ে একটি পজেশন পেপার তৈরি করা। এসব কথা জানান ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ড. সৈয়দ ফয়সাল হাসান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এমনিতেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার ইন্টারনেটের ওপর নজরদারি বাড়াচ্ছে। এ অবস্থায় যদি সরকারের কাছে আরও ক্ষমতা যায়, তাহলে বিভিন্ন দেশের ইন্টারনেটের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি সমস্যায় পড়বে।

এ ছাড়াও ইন্টারনেটের ওপেন স্ট্যান্ডার্ড এবং মাল্টি স্টেক হোল্ডার ব্যবস্থাপনায়ই মূলত ইন্টারনেট প্রসারের পেছনের শক্তি। এর ব্যতয় হলে ইন্টারনেটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। অগ্রগতি বাধাগ্রস্ত হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের ভবিষ্যৎ নির্ধারণে আইটিইউ উপযুক্ত জায়গা নয়। শুধু বিভিন্ন দেশের সরকার এখানে মতামত দিতে পারে।

এসব সরকারের মধ্যে কেউ কেউ অবাধ এবং স্বাধীন ইন্টারনেট সমর্থন করে না। ফলে বর্তমান নীতিমালার পরিবর্তনের ফলে সেন্সরশিপ বেড়ে যেতে পারে। উদ্ভাবনের পথ অবরুদ্ধ হতে পারে। সরকারগুলো এককভাবে ইন্টারনেটের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। বিশ্বের কোটি কোটি ইন্টারনেট গ্রাহকদের মতামতকেও এখানে গুরুত্ব দিতে হবে।

এ মতবিনিময় সভায় অন্যর সবার মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সহ-সভাপতি সুমন আহমেদ সাবির, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মিজানুর রহমান, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি রবিউল আলম এবং সামহোয়্যারইন ব্লগের প্রধান সৈয়দা গুলশান ফেরদৌস জানা।
« Last Edit: December 10, 2012, 02:20:09 PM by Badshah Mamun »
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
Public chartroom closing by Yahoo
« Reply #29 on: December 02, 2012, 08:03:47 PM »
সম্প্রতি ইয়াহু জানিয়েছে, তাদের মেসেঞ্জার সেবা থেকে আরও বেশ কিছু সুবিধা বন্ধ করে দিতে যাচ্ছে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে পাবলিক চ্যাটরুম যেটি এখনও যথেষ্ট জনপ্রিয়।



১৯৯৮ সাল থেকে আজ অবধি ইয়াহুর অন্যতম জনপ্রিয় একটি সেবা হচ্ছে তাদের মেসেঞ্জার। ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে টেক্সট, ভয়েস ও ভিডিও চ্যাট করা যায়। তারচেয়ে বড় সুবিধা হচ্ছে, সময় কাটাতে ও নতুন বন্ধু খুঁজে পেতে এর পাবলিক চ্যাটরুম। ব্যবহারকারীরা ইয়াহু মেসেঞ্জার থেকে দেশ অনুযায়ী পাবলিক চ্যাটরুমে ঢুকে ঐ চ্যাটরুমে থাকা অন্যান্য ইয়াহু ব্যবহারকারীদের সঙ্গে ভয়েস ও টেক্সট চ্যাট করতে পারেন। চ্যাটরুমের ডান পাশে থাকা সদস্য তালিকা থেকে ইচ্ছেমত ব্যবহারকারীকে মেসেজ দেয়ার সুবিধাও রয়েছে।

বাংলাদেশে এখনও ইয়াহু মেসেঞ্জারের চ্যাটরুম জনপ্রিয়। যদিও সাম্প্রতিক সময়ে ফেসবুক চ্যাট অধিক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে, তবুও সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় চল্লিশটিরও বেশি "বাংলাদেশ" চ্যাটরুমে ঢুকলে প্রচুর ব্যবহারকারীকে সক্রিয় দেখা যায়।

ইয়াহু জানিয়েছে, নতুন ও আরও আকর্ষণীয় সব সুবিধা আনার স্বার্থেই তারা পাবলিক চ্যাটরুমগুলো আগামী ১৪ই ডিসেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেবে।

পাবলিক চ্যাটরুম বন্ধ করার পাশাপাশি পিংবক্স নামে আরেকটি সেবাও বন্ধ করে দেবে। পিংবক্সের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সোশাল নেটওয়ার্কিং প্রোফাইল, ব্লগ কিংবা ওয়েবসাইটের ভিজিটরদের সঙ্গে ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করতে পারতেন।

১৪ই ডিসেম্বর থেকে মাইক্রোসফটের এমএসএন মেসেঞ্জারের সঙ্গে কাজ করাও বন্ধ করে দেবে ইয়াহু মেসেঞ্জার। এতদিন ইয়াহু অ্যাকাউন্ট থেকেই ব্যবহারকারীরা এমএসএন বা হটমেইল অ্যাকাউন্টধারীদের যোগ করতে পারতেন। ফলে, এক প্রান্তে ইয়াহু মেসেঞ্জার ও অন্য প্রান্তে এমএসএন মেসেঞ্জার দিয়েই চ্যাট করা যেত। কিন্তু আগামী ১৪ই ডিসেম্বর থেকে ইয়াহু মেসেঞ্জারে যুক্ত থাকা এমএসএন কন্টাক্টগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়াহু জানিয়েছে, কেউ যদি এরপরও সেসব অ্যাকাউন্টে বার্তা পাঠান, তাহলে তা পৌঁছুবে না।

উল্লেখ্য, মাইক্রোসফট জানিয়েছে তারা এমনিতেই এমএসএন মেসেঞ্জার (যার নাম পরবর্তীতে লাইভ মেসেঞ্জারে পরিবর্তন করা হয়)বন্ধ করে স্কাইপের সঙ্গে তাদের সেবা জুড়ে দিচ্ছে। কাজেই, ইয়াহুকে এমনিতেও এই ইন্টিগ্রেশন বন্ধ করতে হতো।

ইয়াহুর ঘোষণামতে, ইয়াহু ভয়েস ফোন ইন ও ভয়েস ফোন আউট নামের সেবাও বন্ধ করা দেয়া হবে। তবে দু'টি ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে ব্যবহারকারীরা ভিডিও ও ভয়েস চ্যাট করার সুবিধা পেতে থাকবেন।
« Last Edit: December 10, 2012, 01:54:00 PM by Badshah Mamun »
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU