তওবা/ইস্তেগফার

Author Topic: তওবা/ইস্তেগফার  (Read 5675 times)

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
তওবা/ইস্তেগফার
« on: January 04, 2013, 10:30:16 PM »
তওবা/ইস্তেগফার এর সুন্নাত কি ?

"আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহে’।"

অর্থ : আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। আমি অনুতপ্ত হৃদয়ে তাঁর দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি’।

এই দো‘আ পড়লে আল্লাহ তাকে ক্ষমা করেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামী হয়’।

[তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/২৩৫৩ ‘দো‘আসমূহ’ অধ্যায়-৯, ‘ক্ষমা প্রার্থনা ও তওবা করা’ অনুচ্ছেদ-৪]

প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), যাকে কখনও কোন পাপ স্পর্শ করতে পারত না এরপরও তিনি যদি প্রতিদিন আল্লাহ কাছে অসংখ্যবার তওবা/ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করে থাকেন, আমাদের জীবন তো পাপে পরিপূর্ণ, তাহলে আমাদের কি পরিমাণ তওবা/ইস্তেগফার করা উচিৎ ?

আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি, আল্লাহর কসম ! আমি প্রত্যহ ৭০ বারের অধিক আল্লাহ্ তাআলা'র নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি।
[বুখারী, ৬৩০৭]

মুযানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, হে লোক সকল ! তোমরা আল্লাহর সমীপে তওবা করো ও তাঁর নিকট ক্ষমা চাও, কেননা আমি ১০০ বার করে তওবা করে থাকি।
[মুসলিম, ২৭০২]

আল্লাহ্‌ আমাদেরকে তওবা করার তৌফিক দিন। আমিন।
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU