Smart Phone overtake feature Phone.

Author Topic: Smart Phone overtake feature Phone.  (Read 968 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
Smart Phone overtake feature Phone.
« on: April 28, 2013, 04:07:51 PM »

বিশ্বে প্রথমবারের মতো ফিচার ফোনকে ছাড়িয়ে গেছে স্মার্টফোনের বাজার। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
২৫ এপ্রিল আইডিসির গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালের প্রথম তিন মাসের মোবাইল বাজার নিয়ে গবেষণা করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, বছরের প্রথম তিন মাসে শুধু কল করা সুবিধার সাধারণ মোবাইল ফোনের চেয়ে ইন্টারনেট ও দ্রুতগতির অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধাযুক্ত মুঠোফোন বাজারে এসেছে বেশি। প্রথম তিন মাসে ২১ কোটি ৬০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্মার্টফোনের তুলনায় ফিচার ফোন বাজারে এসেছে ১৮ কোটি ৯০ লাখ ইউনিট।
গবেষকেরা জানিয়েছেন, বছরের প্রথম তিন মাসে বাজারে আসা মুঠোফোনে ৫১.৬ শতাংশই হচ্ছে স্মার্টফোন। যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, ভারত ও ইন্দোনেশিয়ায় ফিচার ফোনের বাজারকে ছাড়িয়ে গেছে স্মার্টফোনের বাজার। বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানটি স্যামসাংয়ের। এরপরেই রয়েছে অ্যাপল, এলজি, এইচটিসি. নকিয়া, জেডটিই ও হুয়াউয়ে।



Ref:-http://www.prothom-alo.com/detail/date/2013-04-28/news/348394