বাজেট পাসের আগেই বেড়েছে মোবাইলফোন বিল

Author Topic: বাজেট পাসের আগেই বেড়েছে মোবাইলফোন বিল  (Read 676 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
মোবাইলফোন ব্যবহার করে কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং এসএমএস পাঠানোসহ অন্যান্য সেবা পেতে নতুন করে ৫ শতাংশ হারে সম্পূরক কর দিতে হবে। গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট পেশের পরে এমনটা  জেনেছিলো সবাই। কিন্তু সেই ঘোষণা যে আজ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে, মোবাইলফোন ব্যবহারকারিরা তা জানতে পেরেছেন স্ব স্ব মোবাইল অপারেটরের পাঠানো এসএমএসের মাধ্যমে।

জরুরি আদেশ জারির মাধ্যমে ওই অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোবাইলফোন নির্ভর সেবায় প্রতি ১০০ টাকা বিলের ওপরে প্রথমে ৫ শতাংশ সম্পূরক কর যোগ হবে। ওই টাকার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) যোগ করে একজন গ্রাহককে মোট ২০ দশমিক ৭৫ শতাংশ হারে কর দিতে হবে। অর্থাৎ ১০০ টাকার কথা, ইন্টারনেট এবং এসএমএস যাই ব্যবহার করা হোক না কেনো, তার জন্য মোট খরচ হবে ১২০ টাকা ৭৫ পয়সা।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University