Question-answer

Author Topic: Question-answer  (Read 26155 times)

Offline shibli

  • Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 2774
  • God is only one without a second. [Upanisad 6:2]
    • View Profile
Re: Question-answer
« Reply #15 on: May 31, 2010, 11:28:20 AM »
রোকসানা, ঢাকা
প্রশ্ন-১. পূর্ব দিকে মুখ করে অযু করলে কি অযু হবে?
উত্তর : জ্বী হ্যাঁ, অযু হবে। বিশেষ কোন দিক মুখ করে অযু করার কোন বিধান নেই । যে কোন দিক মুখ করে অযু করলেই অযু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন-২. খ্রীষ্টান ও ইহুদীদের জবেহ করা পশুর গোস্ত খাওয়া যাবে কি?
উত্তর : জ্বী হ্যাঁ, খ্রীষ্টান বা ইহুদী ধর্ম পালন করে মেনে চলে এমন লোক যদি কোন পশু জবেহ করে তাহলে সেটি খাওয়া যাবে। যারা ধর্মমানেন আহলে কিতাবদের মধ্যে তারা আল্লাহর নামে জবেহ করে।

আব্দুর রহমান, ঢাকা
প্রশ্ন-৩. পূজাকারী কি বেহেস্তে যাবে?
উত্তর : আল্লাহ ছাড়া অন্য কারও পূজাকারী কখনই বেহেস্তে যাবে না। এটি হচ্ছে শিরক। আর শিরকের অপরাধ আল্লাহ মাফ করেন না। শিরক খুবই মারাত্মক গুনাহ।

আশিক, ঢাকা
প্রশ্ন-৪. এজন লোক নামাজ, রোজা, হজ্ব, যাকাত আদায় করে কিন্তু গরিব ঠকায়। ইসলামের দৃষ্টিতে এটা কি সঠিক?
উত্তর : জ্বী না, একাজটি মোটেই সঠিক না। এ ধরনের কাজ যিনি করেন তিনি মোটেই বুদ্ধিমান না। কারন আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া কঠিন কাজ না। কিন্তু বান্দার কাছ থেকে মাফ নেওয়া অনেক েেত্র বেশ কঠিন। মানুষের হক নষ্ট করলে আল্লাহ মা করেন না যতণ না ঐ ব্যক্তি মা করেন।

মোঃ শামীম, ঢাকা
প্রশ্ন-৫. ডাক্তারী পড়ার সময় ছাত্র ছাত্রীরা যে লাশ কাটাকাটি করে এতে কি গুনাহ হবে?
উত্তর : জ্বী না, এতে কোন গুনাহ হবে না। শিক্ষার জন্য এটি করা জায়েজ।

প্রশ্ন-৬. আমার পাওনা টাকা চাওয়ার পরেও আমাকে না দিলে কি ঐ ব্যক্তির সাওয়াব আমি পেয়ে যাবো?
উত্তর : বিষয়টি হচ্ছে যদি আপনার টাকা পরিশোধ না করে কেউ মৃত্যুবরন করে তাহলে কিয়ামতের দিন তার সাওয়াব দিয়ে আপনার দেনা তাকে পরিশোধ করতে হবে। কারন সেদিন তার কাছে টাকা থাকবে না। আর যদি এমন হয় যে ঐ ব্যক্তির কোন সাওয়াব নেই তাহলে পাওনাদারের গুনাহ তাকে দিয়ে দেয়া হবে।

সাজ্জাদ, ঢাকা
প্রশ্ন-৭. বেনামাজী বেরোজাদার বা অমুসলিম কে যাকাতের টাকা দেওয়া যাবে কি?
উত্তর : ফকীহরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যাকাতের টাকা মুসলমানকেই দিতে হবে। যেহেতু যাকাত দাতা মুসলমান সেহেতু যাকাত গ্রহীতাকেও মুসলমান হতে হবে। অন্য অর্থ দিয়ে অমুসলিমদের সাহায্য করতে হবে। আর যদি ২জন লোক পাওয়া যায় যাকাত দেয়ার জন্য যার ১জন নামাজী অন্যজন বেনামাজি আর আপনার কেবল ১জনকে যাকাত দেয়ার সমার্থ রয়েছে সেেেত্র নামাজী লোককেই যাকাত দিতে পারেন। এতে করে বেনামাজী লোকটি হয়তো নামাজের প্রতি আগ্রহী হবেন।

মোঃ আহসান, ঢাকা
প্রশ্ন-৮. বাসা থেকে জুমার নামাজের জন্য বের হয়ে রাস্তায় কোন কারনে আটকে যাওয়ায় যদি গিয়ে দেখি জুমার নামাজ হয়ে গেছে তখন কোন নামাজ পড়ব?
উত্তর : সে ক্ষেত্রে আপনাকে জোহরের নামাজ পড়তে হবে।

আবুল কালাম আকন্দ,
প্রশ্ন-৯. আমরা প্রতিনিয়ত কথায় কথায় কসম করে থাকি। এতে কোন তি হবে কি?
উত্তর : এভাবে কসম করা উচিত না। তবে কেউ যদি মন থেকে কসম করে কিছু বলে তাহলে সেটি পালন করতেই হবে। যদি সেটি না জায়েজ বিষয় না হয়। আর কসম ভঙ্গ করলে সে জন্য কাফফারা দিতে হয়।

প্রশ্ন-১০. আমি নিয়াত করেছিলাম যে আমি সুস্থ হলে একটি ছেলেকে হাফেজী পড়ার খরচ দিব। আমি এখনো সুস্থ হইনি আমাকে কি ঐ খরচ দিতে হবে?
উত্তর : যেহেতু আপনি নিয়ত করেছিলেন সুস্থ  হলে এটা করবেন। তাই সুস্থ না হলে এটা আপনাকে করতে হবে না।

ছাইদুল আলম
প্রশ্ন-১১. ছফরের সময় জামাতে নামাজ পড়ার সময় কি কছর পড়তে হবে ? নাকি পুরো নামাজই পড়তে হবে?
উত্তর : ছফরের সময় যদি মুসাফির ইমামের পিছনে জামাত করেন তাহলে কছরই করতে হবে। আর যদি আপনি মুসাফির আর ইমাম স্থানীয় হন তাহলে পুরো নামাজই পড়তে হবে।

আনোয়ার, ঢাকা
প্রশ্ন-১২. ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুক্তাদিকেও সুরা ফাতিহা পড়তে হবে? না কী শুনলেই হবে?
উত্তর : ইমাম সাহেব যে সব ওয়াক্তে জোরে জোরে সূরা পড়বে ঐ সময় মুক্তাদী শুধু শুনবে আর যে সব ওয়াক্তে ইমাম সাহেব নিঃশব্দে ক্বেরাত পড়বে সে সব নামাজে মুক্তাদীও সুরা ফাতিহা পড়বে এধরনের একটি মত রয়েছে। আর একটি মত হচ্ছে সর্বাবস্থায় মুক্তাদী সুরা ফাতেহা পড়বে না। আর একটি মত হচ্ছে সর্বাবস্থায় ই মুক্তাদীকে সুরা ফাতিহা পড়তে হবে। আপনার বিবেক বুদ্ধি প্রয়োগ করে একটি মত বেছে নিতে পারেন। হাদিসে আসছে যে সূরা ফাতিহা পড়বেনা তার নামাজ হবেনা।

আব্দুল আজীজ
প্রশ্ন-১৩. সিনেমার শুরুতে বিছমিল্লাহ বলে শুরু করা হয়। এটা কি ঠিক?
উত্তর : সিনেমা যদি শিামুলক এবং শালীন হয় তাহলে সেটি বিছমিল্লাহ বলে শুরু করা যায়। যেমন ইরানের সিনেমা। সিনেমাই শুধু নয় যে কোন বৈধ কাজ বিছমিল্লাহ বলে শুরু করতে হয়।

বিপ্লব, পঞ্চগড়
প্রশ্ন-১৪. কুড়িয়ে পাওয়া টাকার ব্যাপারে ইসলামের বিধান জানতে চাই ।
উত্তর : পড়ে থাকা টাকা কুড়ানো বা নেওয়া যাবেনা। কারন ঐ টাকা তুলে নিলেই তার উপর দায়িত্ব এসে পড়ে টাকার মালিকের কাছে তা ফেরত দেয়ার। আর তাকে দীর্ঘ দিন খুঁজে পাওয়া না গেলে তার পে কোন গরীব দুঃখী কে সেটা দান করে দিতে হবে। এবং দান করার পরে যদি মালিক কে পাওয়া যায় তাহলে ঐ টাকা তাকে ফেরত দিতে হবে। সুতরাং পড়ে থাকা‘টাকা নেয়া থেকে বিরত থাকতে হবে। টাকার মালিক টাকার খোঁজে সেখানে যেতে পারেন, যেখানে টাকা হারিয়েছিল। আপনার হস্তগত নাহলে হয়তো তিনি পেয়ে যেতেও পারতেন।

সামিম, গাজিপুর
প্রশ্ন-১৫. সুন্নত নামাজ মোট কয় রাকাত?
উত্তর : রাসূল (স) সাধারনত পাঁচ ওয়াক্ত নামাজে মোট ১২ রাকাত সুন্নত নামাজ পড়তেন। ফজরের ফরজের পূর্বে দুই রাকাত যোহরের ফরজের আগে চার রাকাত পরে দুই রাকাত। রাসূল (স) জোহরের ফরজের আগে কখনও কখনও ২ রাকাতও পড়তেন। এবং মাগরিব ও এশার ফরজের পরে ২ রাকাত করে চার রাকাত।

মাহমুদুল হাসান
প্রশ্ন-১৬. ফোনের ওয়েল কাম টোন হিসেবে আজান বা সুরা ব্যবহার করা কি জায়েজ?
উত্তর : সৌদি আরবের শীর্ষ আলেমগন কিছু দিন আগে সর্ব সম্মত ভাবে ফতোয়া দিয়েছিলেন যে এ ধরনের ওয়েলকাম টোনে সুরা বা কোরআন শরীফের কোন অংশ ব্যবহার করা ঠিক না। কারন হয়তো এমন এক জায়গায় আয়াত টি থেমে গেল যাতে করে অর্থ বিকৃত হয়ে যাবার সম্ভাবনা থাকে। আজান বা অন্য কিছু ব্যবহার করা যেতে পারে তবে কোরআনের আয়াত ব্যবহার করা ঠিকনা।

আল আমিন, মালিবাগ
প্রশ্ন-১৭. সেজদায় গিয়ে নিজের মত করে কি দোয়া করা যাবে?
উত্তর : জ্বী হ্যাঁ, সিজদায় গিয়ে তাছবীহ ছাড়াও নিজের মত করে আল্লাহর কাছে দোয়া করা যাবে।

রিপন, আমেরিকা
প্রশ্ন-১৮. বিয়ের পরে জানতে পারি আমার স্ত্রীর কারও সাথে সম্পর্ক ছিলো। মাঝে মাঝে ফোনে কথাও বলে আবার কান্নাকাটিও করে। আমার কি তাকে রাখা উচিত?
উত্তর : আমার মনে হয় আপনার স্ত্রীকে ধৈর্য্যরে সাথে ভালো আচরনের মাধ্যেমে আপনার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা উচিত। শর্তহীন আচরন ও ভালোবাসা দিতে থাকেন ৬ মাস পরে আমাদের বিশ্বাস সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ।

প্রশ্ন-১৯. মসজিদকে একটু সরিয়ে ঐ যায়গায় কবর স্থান বানানো যাবে কি না?
উত্তর : জ্বী না, মসজিদের ব্যাবহৃত জায়গায় কোন অবস্থাতেই কবর স্থান বানানো যাবে না । এটা না জায়েজ। যেখানে একবার মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে নামাজ আদায় করা হয় সে জায়গা কেয়ামত পর্যন্ত অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। কোন কারনে যদি ঐ জায়গা মসজিদ হিসেবে না রাখা যায় তাহলে সেটাকে ঘিরে রাখতে হবে এবং সংরণ করতে হবে ।

রুহুল আমিন, ময়মনসিংহ
প্রশ্ন-২০. শুধু মাত্র কোরআন শরীফের অর্থ বাংলায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে কি কোরআন খতমের সাওয়াব পাবে?
উত্তর : এভাবে খতম দিলে তরজমা খতমের সাওয়াব পাবেন। আরবীতে খতম করলে এবং সাথে সাথে অর্থ পড়লে আপনি পুরো সাওয়াবের অধিকারী হবেন।

ইমরান, ওয়ারী
প্রশ্ন-২১. দান করার নিয়ম কী? কাকে দান করব? দান করার েেত্র কী বিচার করতে হয়? ভালো মন্দ যাচাই করে দান করতে হবে?
উত্তর : যে চায় তাকেই দান করা উচিত। আর যদি সামর্থ্য সীমিত হয় তাহলে আপোকৃত গরীব কে দান করতে হবে। অভাবী ুধার্ত কে দান করতে হবে। সে ক্ষেত্রে ভালো মন্দের বিচার তেমন বিচার্য নয়। আল্লাহ বলেছেনঃ যে চায় তাকে ধমক দিওনা” তাই সাধ্যমত দান করতে হবে। দানের ক্ষেত্রে দারিদ্রই প্রধান বিবেচ্য বিষয়।

এ কে ফজলুল হক, নওগাঁ
প্রশ্ন-২২. আমাদের মসজিদের ইমাম সাহেব জ্বীনের তদবীর করে টাকা পয়সা নেয়। তাবীজ কালাম দেয় তার পিছনে নামাজ হবে কী?
উত্তর : জ্বীনের তদবীর তাবীজ কবজ দেয়া, টাকা পায়স নেয়া এ কাজ কুরআন হাদীসসম্মত নয়। তবে কেহ অসুস্থ হলে কুরআনের আয়াত পড়ে দম করে দেয়া যায়। এমন কি পানিতে দম করেও খাওয়ানো যায়। তবে ঐ ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না এমন কোন কথা নেই। এই ধরনের কাজের জন্য ইমাম সাহেব দায়ী হবেন কিন্তু ইমামতির যোগ্যতা থাকলে তিনি ইমামতি করতে পারেন। তবে যোগ্যতার মধ্যে এ বিষয়টি ও পড়ে। এধরনের দোষ মুক্ত ইমামকে অগ্রাধিকার দিতে হবে।

আব্দুস সালাম, চুয়াডাঙ্গা
প্রশ্ন-২৩. পবিত্র কুরআনে কি রাজনীতির কোন কথা আছে?
উত্তর : জ্বী হ্যা,ঁ আল কুরআনে রাজনীতি সমাজ নীতি সব কিছুই আছে। আর রাসুল (সা) রাষ্ট্র পরিচালনা করেছেন। কুরআন মজীদে রয়েছে যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী নেতৃত্ব কতৃত্ব করেনা তারা জালেম শাসক। তাই যারা শাসন করবেন তারা আল্লাহর বিধান অনুযায়ী করবেন এটাই প্রমানিত হয়।

প্রশ্ন-২৪. আমি ফজরের সময় স্বপ্নে দেখেছি যে আমি নামাজ পড়ছি জেগে দেখি সূর্য্য উঠে গেছে। এতে কি আমার নামাজ আদায় হয়ে গেছে নাকি ঐ নামাজ আদায় করতে হবে?
উত্তর : জ্বী না, স্বপ্নে নামাজ পড়া দেখলে সেটা নামাজ পড়া হয়েছে বিবেচিত হবে না। ঘুম থেকে জাগার সাথে সাথেই নামাজ আদায় করে নিতে হবে।

প্রশ্ন-২৫. মাজারে সীন্নী দেওয়া রান্না বান্না করে খাওয়ানো কি জায়েজ ?
উত্তর : জ্বী না, মাজারে এভাবে সীন্নী দেওয়া জায়েজ নেই। এপথেই মানুষ শিরকের দিকে এগিয়ে চলে। তাওহীদ ও শিরকের পরিচয়সহ ইসলামের মৌলিক জ্ঞান না থাকলে নিজের অজান্তেই এভাবে জাহান্নামের পথে অগ্রসর হয়।

ওসমান গনি
প্রশ্ন-২৬. আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে ১ বছর। তাদের মধ্যে পারিবারিক কারনে কোন সম্পর্ক নেই। এতে কি তাদের তালাক হয়ে গেছে?
উত্তর : জ্বী না, এতে তাদের তালাক হয়ে যায়নি। তালাক প্রদান  না করলে তালাক হয়না।
প্রশ্ন-২৭. স্বামীর নাম ধরে ডাকলে কি গুনাহ হবে?
উত্তর : জ্বী না, এতে কোন গুনাহ হবেনা। তবে পরিবেশ পরিস্থিতি এবং অন্যান্যরা বিষয়টি কিভাবে দেখে সেটি বিবেচনায় রাখতে হবে।

প্রশ্ন-২৮. মহিলারা কি সুগন্ধি ব্যবহার করতে পারবেন?
উত্তর : সুগন্ধি ব্যবহার কোথাও নিষেধ করা হয়েছে এমনটি দেখা যায় না । মহিলাদের েেত্র তার পরহেযগারির দৃষ্টি কোন থেকে বলা হয় যে মহিলাদের খুবই কড়া সুগন্ধি ব্যবহার করে লোক সমাগমে যাওয়া উচিত নয়। যাতে করে অন্যেরা আকর্ষণ বোধ করতে পারে। সাধারনত রং ব্যবহার করা নারীদের জন্য এবং পুরুষদের জন্য সুগন্ধির ব্যবহার ইসলামে অধিকতর মানানসই।

প্রশ্ন-২৯. বিতির নামাজ কি এক রাকাত পড়া যাবে?
উত্তর : জ্বী হ্যাঁ, বিতির নামাজ ১ রাকাতও পড়া যাবে।

হাসিনা মমতাজ, গুলশান
প্রশ্ন-৩০. আক্বীকা কি কোরবানীর সাথে করা যাবে?
উত্তর : রাসূল (সা) এর সময় বা সাহাবীরা ক্বোরবানীর সাথে আক্বীকা করেছেন বলে কোন দলীল নেই। তাই আক্বীকা আলাদাই করা উচিত।

প্রশ্ন-৩১. আমি একটি মেয়ে। আমি কি ডাক্তারী পড়তে পারব? অনেকে বলেন পড়লে গুনাহ হবে।
উত্তর : আপনি হিজাব মেনে ডাক্তারী পড়তে পারেন এতে কোন গুনাহ হবে না। এটি খুবই প্রয়োজনীয় বিষয়। মহিলা ডাক্তার রোগীদের সেবার জন্য অত্যন্ত প্রযোজন।

প্রশ্ন-৩২. কোন মানত করার পরে সেটি পুরা না করতে পারলে করনীয় কী?
উত্তর : মানত করলে তা পালন করা ওয়াজীব হয়ে যায় যদি ঐ শর্ত পুরন হয়। আর যদি অমতার কারনে মানত পুরন না করা যায় তাহলে আল্লাহর নিকট মা চাইতে হবে। আল্লাহ সাধ্যের অতিরিক্ত বোঝা বান্দাকে চাপিয়ে দেন না। আপনি যদি নির্দিষ্ট করে বলতেন কি মানত করেছিলেন তার জন্য কি করতে হবে তাহলে সেটি স্পষ্ট করে বলা সম্ভব হতো।

আল-আমীন, নড়াইল
প্রশ্ন-৩৩. শেয়ার মার্কেট কে ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয়?
উত্তর : শেয়ার ব্যাবসা ইসলামে বৈধ। তবে যে সকল কোম্পানী সুদের ভিত্তিতে ব্যাবসা করে তাদের শেয়ার কেনা বেচা করা জয়েজ নেই। সরাসরি হারাম বা সুদের ব্যাবসার সাথে জড়িত কোম্পানীর শেয়ার কেনা থেকে বিরত থাকতে হবে।

তাহমিনা সুলতানা, গুলশান
প্রশ্ন-৩৪. যে সব পারফিউম এর গায়ে লেখা রয়েছে যে এ্যালকহল রয়েছে সে গুলো কি ব্যবহার করা যাবে?
উত্তর : জ্বী না, এভাবে যদি গায়ে লিখা থাকে যে এতে এ্যালকহল রয়েছে তাহলে সেটি ব্যবহার করা যাবে না।

সিরাজ. ফেনী
প্রশ্ন-৩৫. আমার বাড়ি ফেনী বেশিরভাগ সময়ই চট্রগ্রাম থাকি মাঝে মধ্যে বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে?
উত্তর : আসলে নিজের বাড়িতে কসর পড়ার কথা না। কসর নামাজের মুল বিষয় টি হচ্ছে যিনি যেখানে বসবাস করেন সেখানে কসর পড়াবেন না আর যেখানে তিনি সাময়িক ভাবে যান এবং ১৫ দিনের কম সময় থেকে চলে আসেন সেখানে কসর পড়তে হবে।

তৌহিদ, দোহার
প্রশ্ন-৩৬. আমি যদি মানত করি যে এই কাজটি হলে আমি এটা করব। যদি কাজ না হয় তাহলেও কি যা মানত করেছিলাম তা করতে হবে?
উত্তর : জ্বী না, আপনার শর্ত পূরন না হলে মানত আদায় করতে হবে না। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য তা আদায় করতে বাধা নেই। বরং ছাওয়াবের কাজ।

আফসার উদ্দিন
প্রশ্ন-৩৭. কোন কোন ছোট ছোট ইসলামী সংস্থা ক্ষুদ্র ঋন পরিচালনা করছেন এবং বলছেন তারা সুদ নেন না এটা কি সম্ভব?
উত্তর : ুদ্র ঋন যে কেউ দিলে সে মুলত সুদই নিচ্ছে। টাকা দিয়ে টাকা নিলে সেটা সুদ। ুদ্র বিনিয়োগ আর ুদ্র ঋন এক নয়। ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ বৈধ।

হেলাল, সৌদি আরব
প্রশ্ন-৩৮. এক মুসলমান আর এক মুসলমান কে কাফির বলতে পারবে?
উত্তর : জ্বী না, বলতে পারবে না। কেউ যদি এটা বলে আর যাকে বলা হবে সে যদি আল্লাহর বিচারে কাফের না হয় তাহলে এটা কুফরী তার দিকে বর্তায়। এই জন্য কোন মুসলমান কে কাফের বলা যাবে না।

জাহাঙ্গির, নোয়াখালি
প্রশ্ন-৩৯. গোসল করার পরে সেলুনে গিয়ে চুলকাটার পরে নামাজ পড়া যাবে কি?
উত্তর : জ্বী হ্যাঁ, অযু থাকলে গোসল করার পরে চুল কাটলেও নামাজ পড়া যাবে। চুল কাটলে অযু গোসল কোনটাই নষ্ট হয় না।


Those who worship the natural elements enter darkness (Air, Water, Fire, etc.). Those who worship sambhuti sink deeper in darkness. [Yajurveda 40:9]; Sambhuti means created things, for example table, chair, idol, etc.

Offline Shamim Ansary

  • Hero Member
  • *****
  • Posts: 3735
  • Change Yourself, the whole will be changed
    • View Profile
Re: Question-answer
« Reply #16 on: May 31, 2010, 12:56:54 PM »
Good post. How can I question and get answer in this way?
"Many thanks to Allah who gave us life after having given us death and (our) final return (on the Day of Qiyaamah (Judgement)) is to Him"

Offline gazi

  • Newbie
  • *
  • Posts: 12
    • View Profile
Re: Question-answer
« Reply #17 on: June 04, 2010, 09:08:39 PM »
I think here need refferance from books or Alem.


And dont use image when write name of our NOBIJI.



Gazi.

Offline shibli

  • Moderator
  • Hero Member
  • *****
  • Posts: 2774
  • God is only one without a second. [Upanisad 6:2]
    • View Profile
Re: Question-answer
« Reply #18 on: June 05, 2010, 03:06:59 PM »
Dear Mr. Gazi

All the answers have been given by a renowned muslim scholar as i said it earlier. And, i didn't use the image myself, it was the problem of Bangla font.

Regards
Those who worship the natural elements enter darkness (Air, Water, Fire, etc.). Those who worship sambhuti sink deeper in darkness. [Yajurveda 40:9]; Sambhuti means created things, for example table, chair, idol, etc.