At a time same song play in different device

Author Topic: At a time same song play in different device  (Read 1409 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
At a time same song play in different device
« on: July 17, 2013, 10:29:50 AM »
মনে করুন, আপনার আশেপাশে যেসব ল্যাপটপ, স্মার্টফোন বা ট্যাবলেট পিসি রয়েছে, তার সবগুলোতেই আপনি চাচ্ছেন একটিই গান বেজে উঠুক। কিন্তু চাইলেই কি আর তা হবে? সবাই যদি ওই গানটি চালাতে না চায়, তাহলে আপনি আর কীই বা করতে পারেন! আবার সবাই চাইলেই কি আর একই সময়ে সব ডিভাইসে একই গান চালানো যাবে? সবার একইসাথে কমান্ড দিতে পারাটা বেশ কঠিন কাজ বটে। তবে আগামী মাস থেকে আপনার হাতে একটি স্মার্টফোন থাকলে এই কাজটি সহজেই করে ফেলতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে 'সাউন্ডসিংক' নামের একটি অ্যাপ্লিকেশন। যুক্তরাজ্যের এক্সিটার ইউনিভার্সিটির কোলিংকড নামের একটি দল তৈরি করে এই অ্যাপ্লিকেশন, যেটি কিনা আপনাকে একই সময়ে একাধিক ডিভাইসে একই গান চালানোর সুযোগ করে দেবে। এখন পর্যন্ত ৭৫টি পর্যন্ত ডিভাইসে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে গান চালিয়ে দেখেছেন এর উদ্ভাবকরা। মাইক্রোসফটের বিশ্বব্যাপী অ্যাপ্লিকেশন ও গেম তৈরির প্রতিযোগিতায় এই অ্যাপ্লিকেশন দিয়েই সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছে উদ্ভাবক দলটি। এই অ্যাপ্লিকেশনটি মূলত ব্লুটুথ, ওয়াই-ফাই, ওয়াই-ফাই ডিরেক্ট প্রভৃতি নেটওয়ার্ক ব্যবহার করে এর আশেপাশের ডিভাইসগুলোর একটি কৃত্রিম মেশ নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম। আর সেই নেটওয়ার্কেই অ্যাপ্লিকেশনটি ঠিক একই সময়ে একই গান চালাতে সক্ষম। ইমাজিন কাপ ২০১৩ আসরের এটিই সেরা উদ্ভাবনের স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও গেমকে পুরস্কৃত করা হয়েছে। বিশ্বের ৭১টি দেশের ৮৭টি দল এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করে। আগের দুই বছরের ধারাবাহিকতায় এবারেও বাংলাদেশ থেকে বুয়েটের 'বুয়েট১০১' দল অংশ নেয় এই প্রতিযোগিতায়।

Ref:--  http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDdfMTdfMTNfMV8zM18xXzU2ODM2
« Last Edit: July 17, 2013, 11:10:03 AM by Faysal230 »