ঘরে বসেই করুন ব্রণের মোকাবেলা

Author Topic: ঘরে বসেই করুন ব্রণের মোকাবেলা  (Read 1015 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile
১.কমলার খোসা:কমলার খোসা শুকিয়ে বেটে পানির সাথে মিশিয়ে পেস্ট করুন ।এই পেস্ট আক্রান্ত স্থানে মেখে ২৫-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।

২.ডিমের সাদা অংশ:
ডিমের সাদা অংশ ভালোমতো ফেটে নিন ।এই ফেটানো মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন ।এতে থাকে হিলিং প্রোটিন যা অনেক উপকারী ব্রণের জন্য ।
৩.বেকিং সোডা পানিতে মিশিয় অথবা টুথপেস্ট আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫-২০
মিনিট রেখে ধুয়ে ফেলুন ।

৪.পুদিনা পাতা :

পুদিনা পাতা বেটে রসটুকু মেখে ১৫ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন ।

৫.মধু ও দারুচিনি গুড়া একসাথে মিশিয়ে রাতের বেলা মেখে পরের দিন হালকা গরম পানিতে সকাল বেলা মুখ ধুয়ে ফেলুন ।

৬.জয়ফল ও কাঁচা দুধ একসাথে মিশিয়ে মুখে ২ঘন্টা রেখে ধুয়ে ফেলুন ।

৭.হলুদ ও নিমপাতা বেটে মুখে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে ভাল ফল পাবেন ।

৮.গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।

৯.লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে লাগালে উপকার পাবেন ।

১০.গোলাপ জল ও চন্দন মিশিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।