"Quick treatment in case of burn"

Author Topic: "Quick treatment in case of burn"  (Read 1103 times)

Offline ariful892

  • Hero Member
  • *****
  • Posts: 678
  • Focuse on implementation and result...
    • View Profile
"Quick treatment in case of burn"
« on: October 25, 2013, 01:58:48 PM »
কোথাও পুড়ে গেলে চট জলদি ঘরোয়া চিকিৎসা সম্পর্কে কিছু কথাঃ

কোথাও পুড়ে গেলে ক্ষত স্থানটি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর আলতো করে মুছে লাগিয়ে দিন মধুর একটা মোটা প্রলেপ। হ্যাঁ, মধু। এই মধু জ্বলুনি কমাবে তৎক্ষণাৎ আর ক্ষতস্থান ভরাটের কাজও শুরু হয়ে যাবে। মধুতে আছে ময়েশ্চারাইজিং ক্ষমতা ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুনাগুণ, যা ক্ষতস্থান দ্রুত আরোগ্য করবে এবং রোগ জীবাণুর সংক্রমণ হতে দিবে না।

অতীত কালে তো এত হরেক রকমের চিকিৎসা ছিল না, নানান রকম রোগ বালাইতে কি করতেন তখনকার মানুষেরা? প্রাকৃতিক উপায়ে ঘরোয়া চিকিৎসা করতেন! দৈনন্দিন কাজের মাঝে প্রায়ই পুড়ে যাওয়ার মতন দুর্ঘটনা ঘটে থাকে, আর কোথাও পুড়ে গেলে চটজলদি জ্বলুনি কমানো যায় না। আজ রইলো এমন একটি ঘরোয়া চিকিৎসা টিপস, যা পোড়া স্থানের জ্বলুনি কমাবে, সেই সাথে করবে দ্রুত আরোগ্য।

Source: https://www.facebook.com/pages/Niramoy-Herbal-Center-Ltd-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6/168328190014191
.............................
Md. Ariful Islam (Arif)
Administrative Officer, Daffodil International University (DIU)
E-mail: ariful@daffodilvarsity.edu.bd , ariful@daffodil.com.bd , ariful333@gmail.com