নকিয়া প্রকাশ করল লুমিয়া ৫২৫

Author Topic: নকিয়া প্রকাশ করল লুমিয়া ৫২৫  (Read 1271 times)

Offline Farhana Israt Jahan

  • Sr. Member
  • ****
  • Posts: 413
    • View Profile
নকিয়া প্রকাশ করল লুমিয়া ৫২৫

মাইক্রোসফট এর উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম এর সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন নকিয়া লুমিয়া ৫২০ এর পরবর্তি সংস্করণ আনল নকিয়া। নকিয়া ৫২৫ নামের এ মোবাইল ফোনটিতে ৫২০ এর দ্বিগুণ র‍্যাম অর্থাৎ ১ গিগাবাইট র‍্যাম থাকবে। এছাড়া লুমিয়া ব্ল্যাক আপডেট দেওয়া থাকবে।

ফোনটি মূলত লুমিয়া ৫২০ এর কিছুটা উন্নত সংস্করণ মাত্র। ১ গিগাবাইট র‍্যামের পাশাপাশি এতে আছে ক্রেইট আর্কিটেকচার ভিত্তিক ১ গিগাহার্জ ডুয়াল কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর, ৮০০x৪৮০ রেজুলেশনের ৪ ইঞ্চি স্ক্রিন, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ( ৬৪ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি সাপোর্ট), পরিবর্তনশীল কভার এবং ১৪৩০ এমএএইচ ব্যাটারী।

নকিয়ার ওয়েবসাইটে আপাতত বলা আছে যে, সেটটি মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকায় মুক্তি পাবে। আমেরিকা এবং ইউরোপে মুক্তির ব্যাপারে কোন তথ্য নকিয়ার ওয়েবসাইটে পাওয়া যায় নি।

সেটটির দাম সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় নি। তবে দ্যা ভার্জ এর মতে নকিয়া জানিয়েছে ডিসেম্বরে সেটটি সিঙ্গাপুরে বিক্রি শুরু হবে যেখানে দাম হবে ২৪৯ সিঙ্গাপুরি ডলার অথবা ১৫৪২০ টাকা।
Farhana Israt Jahan
Assistant Professor
Dept. of Pharmacy