Lathi poka

Author Topic: Lathi poka  (Read 1148 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Lathi poka
« on: February 01, 2014, 11:38:25 AM »
একদম লাঠির মতো দেখতে এই পোকাদের হঠাৎ দেখলে কোনো গাছের ডাল বলেই মনে হয়। আর তাই অনেকেই এদের বলেন ‘হেঁটে বেড়ানো লাঠি’!

‘স্টিক ইনসেক্ট’ কিংবা লাঠি পোকারা দৈর্ঘ্যে প্রায় এক-বার ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। প্রজাতি অনুসারে এদের দৈর্ঘ্য বদলায়।

দক্ষিণ গোলার্ধ জুড়ে, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রায় তিন হাজার প্রজাতির লাঠিপোকার দেখা মেলে। আমাদের বাংলাদেশেও পাওয়া যায় লাঠিপোকা।

এদের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল, কোনো অঙ্গহানি ঘটলে সেটা আবারও তৈরি করে নিতে পারে ওরা। কিছু জাতের লাঠিপোকা আবার শত্রুর দিকে এক ধরনের রাসায়নিক পদার্থ ছুঁড়ে মারে। ঠিক মতো তাক করতে পারলে এর ফলাফল হয় ভয়াবহ। শিকারিরা একেবারে অন্ধই হয়ে যায়!