Online Marketing

Author Topic: Online Marketing  (Read 1776 times)

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2000
    • View Profile
    • Daffodil International University
Online Marketing
« on: February 05, 2014, 09:57:47 AM »
ইন্টারনেট মার্কেটিং: মানুষ আপনাকে ও আপনার ব্যবসাকে কিভাবে অনলাইন-এ খুঁজে:

এক রাতে, আমার স্ত্রী শামিম ফেসবুক পেজ এ ঘোরাঘুরি/সার্ফিং করছিলো| ঐ পেজটির ফটো এলবামের একটি বিশেষ স্বাস্থ্যকর খাবারের ছবি তাকে খুব আকর্ষণ করলো যেটা বাচ্চাদের জন্যও সুখাদ্য| আমাদের একটি ১০ বছরের কন্যা আছে|

সুস্থ লাঞ্চ এর প্রত্যেকটি আইটেম একটি মাপসই ডিজাইনকৃত প্রচলিতো খাদ্য পাত্রে সংযোজন করা হয়েছে| প্রতিটি লাঞ্চ ও এর পাত্রের প্রদর্শনের জন্য সুন্দর ছবি ছিল| শামিম একটি ছবিতে ক্লিক করার সাথে সাথে একটি ব্লগ ওপেন হলো| যেখানে আরো অনেক প্যাকেজ এর লাঞ্চ মেনুর আইডিয়া আছে| ব্লগ পোস্ট শেষে লাঞ্চ রাখার কন্টেইনার সেটগুলো একবার দেখে ক্রয়  করার জন্য একটি আবেদন ছিল| এবং এগুলো বিশেষ মূল্যছাড় দেয়া হয়েছে যদি এখনি অর্ডার করা হয়| আমরা ভাবলাম এখন  আমাদের মেয়েটা স্কুলে কিছু ফ্রেশ লাঞ্চ নিতে পারবে, কারণ কন্টেনার গুলো খুব মনোহর (cool)
আসুন এবার পর্যালোচনা করে দেখি এটা কিভাবে হলো?

আমার স্ত্রী’র চিন্তায় স্বাস্থ্যকর খাবার সংক্রান্ত ধারণার সাথে মিলে এমন একটি চিত্র ইন্টারনেটে ফেসবুকে দেখা গেলো| তাই সে ঐ ছবিটা ক্লিক করে আরো গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ধারণার সাথে পরিচিত হলো, এবং পরিশেষে সে সেই ধারনাকে বাস্তবে রূপ দিতে ক্রয় করলো| খুবই সোজা, তাই না?

এখানে এই একই প্রক্রিয়ায় আপনার ব্যবসার জন্য সফল হতে পারে কিভাবে কিছু টিপস:

১. সামাজিক নেটওয়ার্ক জন্য সঠিক কন্টেন্ট বা উপকরণ নিশ্চিত করুন;
চিত্র অবশ্যই ভাল কাজ| চিত্র সব সামাজিক নেটওয়ার্কের জুড়ে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে| আপনি ইমেজ উপস্থাপন কিভাবে করবেন তা চিন্তা করুন - এটা মনোযোগ কেড়ে নেবে? এর উদ্দেশ্যে কী দর্শকদের আকর্ষণ করা?

২. সত্বন্ত্র উপকরণ:
আপনার দর্শক গ্রহীতাকে বুঝতে দিন যে আপনার সেবা বা পণ্য স্বতন্ত্রভাবে তাদের জন্য কিছু করতে পারে| আপনার সেবা বা পণ্য কিভাবে সাধারণের তুলনায় অনন্য| আপনার ওয়েব সাইট এর লেখা বা ছবি যে শেয়ার করবে, তার জন্য এটা বুধিমত্তার প্রকাশ এবং চিন্তা উদ্রেককারী উপকরণ| ওয়েব সাইট এর লেখা উপকরণ অবস্যই সতন্ত্র হতে হবে|

৩. ওয়েব সাইট থেকে ক্রয়ের জন্য কিছু আছে এটা জানাতে ভুলবেন না:
ব্যবসার প্রসারে ওয়েব সাইট এর ব্যাপারটি যখন আসে তখন অনেকেই ব্যর্থ হয় এই সংবাদটি তুলে ধরতে| এই ওয়েব সাইট থেকে যে কিছু কেনার আছে তা অন্যরা উপলব্ধি করেনা এই সংবাদটি যদি অন্তর্ভুক্ত না করা হয়| মানুষ যদি জানে তবে কিনতে পারে| তবে এর আবেদনটি যেনো আপত্তিকর না হয়|

কন্টেন্ট বিপণন এর সারাংশ
আপনার অনলাইন বিপণন প্রচেষ্টায় আপনার লক্ষ্য প্রচার| ক্রেতাকে আকৃষ্ট করে এরূপ কন্টেন্ট নির্মিত, রূপান্তর, এবং লাভজনক গ্রাহক অধিগ্রহণ চূড়ান্ত লক্ষ্য| একই সঙ্গে নির্বাচিত দর্শকদের ধরে রাখা উচিত|

বিভিন্ন ফর্ম ও কনটেন্ট এর মাধ্যমে মানুষ অনলাইনে আপনার পণ্য সম্পর্কে জানতে পারেন যে অনেক উপায়  আপনার ক্রেতা আপনার কাছ থেকে লাভবান হতে পারে এই কন্টেন্ট ও ওয়েব সাইট টি শেয়ার করে|

আপনি আরো ব্যবসা করতে চান?
পরবর্তী তিন মাস ধরে, আমরা অনলাইন বিপণন এর উপর - মানুষ কোন সব বিভিন্ন উপায়ে আপনার ব্যবসার খুঁজে  তার সব তথ্য অন্বেষণ করে শেয়ার করবো ই-মেইল এর মাধ্যমে| আমরা আপনাকে আপনার ব্যবসাকে অনলাইনএ সম্প্রসারণ করতে সাহায্য হবে এমন কিছু দরকারী টিপস প্রদান করব| যদি আপনি আমাদের সাপ্তাহিক অনলাইন নিউজলেটার সাবস্ক্রাইব করেন| আমরা এই সার্ভিস টি ফ্রি প্রদান করবো| আমাদের অনলাইন ঠিকানা হলো www.insurance4us.net

আপনি আপনার পণ্য বা পরিষেবা এর মান সংক্রান্ত পাঁচটি পয়েন্ট লিখে রাখুন| পয়েন্টগুলো লেখককে ইমেইল করুন| আপনি দৃশ্যত এই মান উপস্থাপন করতে পারেন বিভিন্ন উপায়ে| আপনার এই তথ্যের উপর এবং আমাদের নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলার উপর নির্ভর করবে এই প্রকল্পের সফলতা|


Source: Mr. Mohammad Nasirullah (http://nasirullah.com)
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun