কলাগাছের রোগ বিশ্বজুড়ে ঝুঁকি

Author Topic: কলাগাছের রোগ বিশ্বজুড়ে ঝুঁকি  (Read 749 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
কলাগাছে একটি বিশেষ রোগের আক্রমণের ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়ে জাতিসংঘ বলেছে, এতে বিশ্বজুড়ে বছরে ৫০০ কোটি মার্কিন ডলারের কলা উৎপাদনে ‘ব্যাপক ক্ষতির’ আশঙ্কা রয়েছে। ফুসারিয়াম ওক্সিস্পোরাম প্রজাতির ছত্রাকের আক্রমণে টিআরফোর বা পানামা ডিজিজ নামের ওই রোগ এশিয়া থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ছড়াতে পারে।
সূত্র: ইউএনএফপিও/এএফপি১. মাটিতে বসবাসকারী ছত্রাক।
২. গাছের শেকড়ে সংক্রমিত হয়।
৩. গাছে আবাস স্থাপন করে।
৪. গাছ ধ্বংস করে।
৫. জীবাণু কয়েক দশক ধরে মাটিতে রয়ে যায়।
৬. চারা জন্মানোর সঙ্গে সঙ্গে জীবাণুও অঙ্কুরিত হয়।
 রোগটি বাণিজ্যিকভাবে উৎপাদিত কলার বিভিন্ন জাতের (বাজারের ৪৭% কলা) ওপর আক্রমণ করে।
 দূষিত মাটি তাৎক্ষণিক প্রতিরোধব্যবস্থা তৈরি না হলে ভবিষ্যতে কলা উৎপাদনের অনুপযোগী হয়ে পড়ে।
 ছত্রাকনাশক বিভিন্ন রাসায়নিক পদার্থ অত্যন্ত বিষাক্ত হওয়ায় বিভিন্ন দেশে নিষিদ্ধ রয়েছে।
বিশ্বে কলা উৎপাদন
বছরে ১০ হাজার কোটি কলা খাওয়া হয়।
উৎপাদিত মোট কলার ১৫% রপ্তানি করা হয়।
বছরে কলাসংশ্লিষ্ট ব্যবসার পরিমাণ ৫০০ কোটি মার্কিন ডলার।
টিআরফোর রোগের সংক্রমণ
এ পর্যন্ত ১০ হাজার হেক্টরে কলাগাছ বিনষ্ট হয়েছে। ক্ষতি ৪০ কোটি ডলার।
প্রথম আক্রমণ তাইওয়ানে১৯৯২ সালে।
জর্ডান, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মোজাম্বিক।
টন (প্রতি বর্গমিটারে)
সর্বোচ্চ ০.১, ০.১ - ১.০, ১- ৯, অন্তত ৯।
সমাধানের চেষ্টা
বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রায় সব ধরনের কলাগাছ ও কলমে প্রয়োজনীয় জিনগত বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুনো কলাগাছে জিনগত বৈচিত্র্য রয়েছে। কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদিত কলায় এ ধরনের টেকসই বৈচিত্র্য বজায় রাখা কঠিন এবং সময়সাপেক্ষ।
সূত্র: ইউএনএফপিও/এএফপি।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy