তিমি শুমারিতে কৃত্রিম উপগ্রহ

Author Topic: তিমি শুমারিতে কৃত্রিম উপগ্রহ  (Read 767 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
তিমি গণনায় স্পেস স্যাটেলাইট ব্যবহার শুরু করেছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। জাহাজ আর অ্যারোপ্লেন থেকে সাগরের তিমি গণনা যেমন ব্যয়সাধ্য তেমনি অনেকসময়ই ভুলও হয়। তাই ডিজিটাল গ্লোবের ওয়ার্ল্ডভিউ-২ প্লাটফর্ম দিয়েই তিমি গণনা শুরু করেছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে টিমের বিজ্ঞানীরা।

 
অনলাইন প্রযুক্তিসংবাদমাধ্যম ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আর্জেন্টিনার উপকূলে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালান বিজ্ঞানীরা। স্যাটেলাইট থেকে তোলা হাই রেজুলিউশন ছবি আর ইমেজ প্রসেসিং সফটওয়্যার দিয়ে জাহাজ বা প্লেন থেকে গোনা তিমির শতকরা ৮৯ ভাগ চিহ্নিত করতে সক্ষম হয় ডিজিটাল গ্লোবের ওয়ার্ল্ডভিউ-২ প্লাটফর্ম।

সর্বনিম্ন ৫০ সেন্টিমিটার দৈর্ঘের বস্তু বা প্রাণী চিহ্নিত করার ক্ষমতা রয়েছে ওয়ার্ল্ডভিউ-২ স্যাটেলাইটটির। স্বনিয়ন্ত্রিত স্যাটলাইটটি ব্যবহার করে তিমি ছাড়াও সাগরের অন্য প্রাণীদের উপর নজরদারিও সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানী দলের সদস্য পিটার ফ্রেটওয়েল।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy