আক্রমণ ঠেকাতে হ্যাকারের দ্বারস্থ এফবিআই

Author Topic: আক্রমণ ঠেকাতে হ্যাকারের দ্বারস্থ এফবিআই  (Read 840 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
সাইবার আক্রমণ ঠেকাতে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) ভরসা এখন এক শীর্ষ হ্যাকার।

 
 
 

২০১১ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে এফবিআইকে সহযোগিতা করছেন হ্যাকারদের সংগঠন ‘লালজসেকের’ সাবেক প্রধান হেকটর হাভিয়ার মনসিউর।

এই সাবেক সাইবার অপরাধীর সহযোগিতায় তিনশ’রও বেশি সাইবার আক্রমণ ঠেকিয়েছে এফবিআই।

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার অপরাধের অভিযোগে মনসিউরের বিরুদ্ধে করা মামলার রায় হবে এই মঙ্গলবারেই। আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে মনসিউরের সহযোগিতায় সাইবার আক্রমণে ব্যাপক পরিমাণ আর্থিক ক্ষতি থেকে বেঁচেছে এফবিআই। মনসিউরের সহযোগিতার কারণে তাকে কম সাজা দেওয়ার সুপারিশ করেছেন আইনজীবীরা।

মনসিউর লালজসেক গঠন করেন ২০১১ সালে মে মাসে। জুনে এফবিআই গ্রেপ্তার করে তাকে। ফক্স টেলিভিশন, সনি এবং নিনটেন্ডোর উপর সাইবার আক্রমণের ৯টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মনসিউরের বিরুদ্ধে করা ওই মামলার রায় হবে মঙ্গলবার। অ্যানোনিমাস, লালজসেক এবং ইন্টারনেট ফেডের মতো প্রভাবশালী হ্যাকারদের সংগঠনগুলোর আক্রমণ ঠেকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করা হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে নিউ ইয়র্ক আদালতে দাখিল করা দলিলে।

গ্রেপ্তার হওয়ার পরও সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মনসিউর। অন্যদের কাছ থেকে পাওয়া সাইবার আক্রমণের তথ্য এফবিআইয়ের কাছে সরবরাহ করে বিপুল পরিমাণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। মনসিউরের সহযোগিতা ছাড়া সাইবার আক্রমণের শিকার হতে পারত মার্কিন সেনাবাহিনী, কংগ্রেস এমনকি নাসাও।

আদালতে আইনজীবীদের দাখিল করা দলিল করা নথিপত্র অনুযায়ী মনসিউরের সহযোগিতায় কম করে হলেও ৩০০ সাইবার আক্রমণ ঠেকিয়েছে এফবিআই। এছাড়াও একাধিক মার্কিন ও বিদেশি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থার গলদ চিহ্নিত করে সাইবার আক্রমণের ঝুঁকি কমাতেও সহযোগিতা করেছেন তিনি।

বর্তমান মার্কিন আইনের অধীনে ২১ থেকে ২৫ বছরের জেল হতে পারে মনসিউরের। এর মধ্যেই ৭ মাস জেল খেটেছেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা এবং আর্থিক ক্ষতি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে যে কয়দিন আটক ছিলেন তাকেই সাজা ধরে নিয়ে মনসিউরকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছেন মামলার আইনজীবীরা।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy