Office Vs Home

Author Topic: Office Vs Home  (Read 617 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
Office Vs Home
« on: July 15, 2014, 01:29:52 PM »


Office

প্রথমেই প্রবাদ দিয়ে শুরু করি, “দুধ দেয়া গরুর লাথিও ভাল” । যে অফিসে আমরা চাকুরি/কাজ করি, সে অফিস আমাদের ভুল কাজের জন্য বিভিন্ন ধরনের কথা শোনাতে পারে, এতে মন খারাপ করলে চলবে না, কারন কাজ এর জন্য অফিস আপনাকে টাকা দেয়। । ভুল - ত্রুটি হলে একটু বলবেই, এটাই স্বাভাবিক ব্যাপার।আর ভালো কাজের জন্যও পুরষ্কার পাবেন।

ভুল করা মানেই চেষ্টা করা । আর যদি ভুল না করেন , তাহলে সিনিয়রদের কাছ থেকে কি শিখবেন, সিনিয়ররা এক সময় জুনিয়র ছিল, তো তারাও ভুলের বাহিরে নয়।

অফিসের একটি নিদিষ্ট সময় থাকে, সে সময়ের মধ্যেই কাজ শেষ করা ভালো, ভুলেও অফিসের কাজ বাসায় নেয়া ঠিক নয়, কারন গুরুত্বর্পূণ ফাইল হারিয়ে গেলে আপনাকেই তার জবাব দিতে হবে।

Home:

আসলে অফিস এর সাথে বাসার তুলনা হয় না, বাসায় আপনি কি করলেন না করলে সেটা নিতান্তই আপনার ব্যাপার, এ জন্য আপনাকে জবাব দিহি করতে হবে না, অফিসের বাহির আপনি কারো ভাই,মামা, চাচা, বিভিন্ন ধরনের রিলেশনে জড়িত । তাদের সাথে সময় কাটান। আর অল্পতেই হ্যাপি হওয়ার চেষ্টা করুন।
« Last Edit: July 15, 2014, 01:36:33 PM by bbasujon »