পুলিশ কমিশনার ১০ বছরের সাদিক

Author Topic: পুলিশ কমিশনার ১০ বছরের সাদিক  (Read 2057 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management


সাদিক। ভারতের তেলাঙ্গানা রাজ্যের করিমগঞ্জ জেলায় তার বসবাস। অধিকাংশ সময় অসুস্থ থাকার পরেও মাত্র ১০ বছর বয়সে পুলিশ কমিশনারের দায়িত্ব পায় এই শিশুটি।

ভারতের হায়দরাবাদের ঘটনাটি এটি। সাদিকের স্বপ্ন ছিল, পুলিশ কমিশনার হবে। যদি সেটা একদিনের জন্য হয়। কিন্তু দুর্ভাগ্য সাদিকের। শরীরের এমন অবস্থা, তাতে সে কত দিন বাঁচবে সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িছে।

বুধবার মহেন্দ্র রেড্ডির কার্যালয়ে আনা হয় শিশুটিকে। ভারতে একজন পুলিশ কমিশনারের যে সাজসজ্জা থাকে, তার সবই রয়েছে তার পরনে। ১০ বছরের পুলিশ কমিশনার সাদিককে দাঁড়িয়ে স্যালুট দেন অন্য সব পুলিশ কর্মকর্তা। এরই সাথে সাথে স্বপ্ন পূরণ হয় তার।

‘মেক অ্যা উইশ ফাউন্ডেশন’ একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। অসহায়দের ইচ্ছা পূরণে সহযোগিতা করে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সাদিকের ইচ্ছা পূরণের জন্য হায়দরাবাদ পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানায়।

শিশুটির ইচ্ছার কথা জানানো হয়েছিল হায়দরাবাদ পুলিশ কমিশনার মহেন্দ্র রেড্ডির কাছে। ওই শিশুর ইচ্ছা পূরণে তিনি সম্মত হন।

সাদিককে কিছু সময়ের জন্য পুলিশ কমিশনার বানাতে সর্বাত্মক চেষ্টা চালায় ‘মেক অ্যা উইশ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠানটি। সুত্র: ওয়েবসাইট।
« Last Edit: October 15, 2014, 10:44:27 PM by bbasujon »