Esop Fable Newer Version

Author Topic: Esop Fable Newer Version  (Read 1557 times)

Offline kwnafi

  • Full Member
  • ***
  • Posts: 190
  • Never loose your hope, success will come
    • View Profile
Esop Fable Newer Version
« on: July 16, 2014, 11:19:17 PM »
ছোটবেলায় সকলেই হয়তো "নুনের মত ভালোবাসা" গল্পটা পড়েছেন। আজকাল ডিজিটাল যুগে সেই মান্ধাতার আমলের গল্প আর চলে না, তাই আসুন আজ সেই গল্পের ডিজিটাল ভার্সন পড়ি।

এক রাজার ৪ মেয়ে ছিল। একদিন তিনি তার ৪ মেয়েকে ডেকে প্রশ্ন করলেনঃ

আচ্ছা মা, তোমরা আমাকে কতোটুকু ভালবাসো??

১ম মেয়েঃ বাবা, আমি আপনাকে iPhone এর মত ভালোবাসি।

২য় মেয়েঃ আমি তোমাকে Samsung এর মত ভালোবাসি!!

৩য় মেয়েঃ আমি তোমাকে SonyEricsson এর মত ভালোবাসি।
:
:
ছোট মেয়েঃ বাবা আমি তোমাকে Nokia 1100 এর মত ভালোবাসি।।।

ছোট মেয়ের কথা শুনে রাজার মাথা তো প্রাণ চাটনি হয়ে গেল! সে মনে মনে ভাবলঃ

"আমার প্রথম ৩ মেয়ের ভালবাসা খুব দামি, বাট ছোট মেয়ের ভালবাসা এত কম দামি!? নাহ্, ঐ ফৈন্নিরে বনবাসে পাঠাবো।"

যথারীতি রাজা বাকি ৩ মেয়েকে রাজ্যের ৩ অংশ + তাদের ভালবাসার মোবাইল দিয়ে দিল। আর ছোট মেয়েকে Nokia 1100 দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিল।

একদিন এক রাজপুত্র জঙ্গলে শিকার করতে এসে ঐ মেয়ের সাথে প্রেম এবং বিয়েও করে ফেলল।

যথারীতি বিয়েতে রাজাকে দাওয়াত দেয়া হল। রাজা ও তার বাকি ৩ মেয়ে বিয়েতে গেল। রাজা খেতে বসেছে, সেই সময় রাজার আচার খাওয়ার শখ হল।

রাজা যার তার আচার খায় না। রাজা তার ৩ মেয়ের কাছে মোবাইল চাইলো, যাতে বাসায় ফোন করে কাউকে দিয়ে আচার আনাতে পারে। কিন্তু তাদের কারো ফোনেই চার্জ ছিল না, স্মার্টফোন তো।

সেই সময় সেই Nokia 1100 নিয়ে হাজির হল তার ছোট মেয়ে!! রাজা দেখে আশ্চর্য হল। তার রাজ্যে call দিয়ে আচার এবং কাঁচা আম চেয়ে পাঠালো। আম আনা সম্ভব না হওয়ায় রাজার ছোট মেয়ে তার Nokia 1100 মোবাইল দিয়ে আম গাছে ঢিল মেরে আম পেড়ে দিল।

তখন রাজা বুঝতে পারলো, তার ছোট মেয়ের ভালবাসা কেমন long lasting এবং মজবুত।
Kawser Wazed Nafi
Lecturer, CSE department
Daffodil International University
nafi.cse@daffodilvarsity.edu.bd

Offline Israk Zahan Papia

  • Full Member
  • ***
  • Posts: 101
  • Test
    • View Profile
Re: Esop Fable Newer Version
« Reply #1 on: April 05, 2017, 08:27:59 PM »
 8)