Entertainment & Discussions > Sports Zone

শতভাগ দিতে পারলে থাকব: স্যাবেলা

(1/1)

maruppharm:
আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন, নাকি থাকবেন না, সপ্তাহের শেষে এ সিদ্ধান্ত নিবেন আর্জেন্টাইন কোচ আলজান্দ্রো স্যাবেলা। বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় স্যাবেলার শিষ্যদের। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল দলের হয়ে স্যাবেলার ভবিষ্যৎ নিয়ে।

৫৯ বছর বয়সী স্যাবেলা এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘প্রথমত আমি জানিনা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন আমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে। আর আমি কয়েক দিনের জন্য বিশ্রামে রয়েছি। আমি এ নিয়ে খুব একটা ভাবছিও না। কারণ আমি একজন দায়িত্ববান মানুষ। আমি এ সপ্তাহের শেষে এ ব্যাপারে কথা বলার জন্য আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলিও গ্রোনডোনার সঙ্গে সাক্ষাৎ করব।’

২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়া স্যাবেলা আরো বলেন, ‘যদি আমার শতভাগ দিয়ে খেলোয়াড়দের পরিচালনার সামর্থ্য রাখতে পারি তবেই, আমি দায়িত্ব চালিয়ে যাব।’

দলের বিশেষ খেলোয়াড় হিসেবে মেসির ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘মেসি অসাধারণ এক খেলোয়াড়। সে নিজের জন্য ভাবেনি, বরং দলের জন্য ভেবেছে।’

ফাইনালের ১১৩ মিনিটের মাথায় জার্মানির মারিও গোৎজের গোলে শিরোপা হাতছাড়া হয় মেসিদের। এ ম্যাচ সম্পর্কে স্যাবেলাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে ফাইনালের সে ম্যাচটি আমি আর দেখিনি। আমি বিশ্রাম চাই। তবে আমি জার্মানিকে অভিনন্দন জানাই। কারণ তারা সেরা দল হিসেবে শেষ করেছে।’
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308521.html#sthash.QKr4qbnF.dpuf

monirulenam:
Good post

asitrony:
Well said.


Thanks for sharing.

Navigation

[0] Message Index

Go to full version