গ্যালাক্সি অ্যাপস আনল স্যামসাং

Author Topic: গ্যালাক্সি অ্যাপস আনল স্যামসাং  (Read 973 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
গ্যালাক্সি গ্রাহকদের জন্য গ্যালাক্সি অ্যাপস নামে অ্যাপ স্টোরের সঙ্গে পরিচয় করিয়ে দিল স্যামসাং। এই অ্যাপ স্টোর ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোডের প্রয়োজনে গুগল প্লে স্টোরে যেতে হবে না। গুগলের বাইরে নিজেদের ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করতেই নিজেদের অ্যাপ স্টোরের নাম পরিবর্তন করে গ্যালাক্সি অ্যাপস করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েডনির্ভর হলেও স্যামসাং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নিজেদের বাজার তৈরি করতে চায়। গুগল প্লে স্টোরের সঙ্গে পাল্লা দিতে স্যামসাং চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে অ্যাপ স্টোরের নাম পরিবর্তন করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে এ তথ্য অ্যাপ স্টোরের নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্যামসাং জানিয়েছে, নতুন অ্যাপ স্টোরে নতুন অ্যাপস, অধিক কাস্টোমাইজেশন ও বিভিন্ন অফার ও সুযোগ থাকবে গ্যালাক্সি পণ্যের গ্রাহকদের জন্য। অ্যাপ স্টোরের ঠিকানা http://apps.samsung.com/mars/main/getMain.as?COUNTRY_CODE=USA
Md Al Faruk
Assistant Professor, Pharmacy