মালয়েশিয়ায় পড়াশুনার খুঁটিনাটি

Author Topic: মালয়েশিয়ায় পড়াশুনার খুঁটিনাটি  (Read 3836 times)

Offline diljeb

  • Full Member
  • ***
  • Posts: 164
    • View Profile
মালয়েশিয়ায় পড়াশুনার খুঁটিনাটি



কুয়ালালামপুর: পর্যটনের পাশাপাশি মালয়েশিয়া এখন শিক্ষার তীর্থও হয়ে উঠেছে যেন। প্রতি বছরই এখানে বিভিন্ন দেশ থেকে আসছেন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। বাংলাদেশের শিক্ষার্থীরাও পিছিয়ে নেই মালয়েশিয়ায় এসে উচ্চ শিক্ষা গ্রহণের দৌড়ে।

কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকায় প্রতিনিয়তই নানামুখী বিড়ম্বনার শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। বিষয়টি বুঝেই মালয়েশিয়ায় পড়াশুনার খুটিনাটি তুলে ধরার এই উদ্যোগ নিয়েছে বাংলানিউজ। এ লেখায় ভর্তিসহ একাডেমিক বিষয় যেমন জানা যাবে, তেমনি জানা যাবে শিক্ষার ব্যয় নির্বাহের জন্য খণ্ডকালীন কাজের টুকিটাকিও।

পাঠকের সুবিধার্থে এ লেখায় শিক্ষা বিষয়ক তথ্যগুলোকে আলাদা আলাদা লাইনে বিন্যস্ত করা হলো-

১. আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় islamic
অবস্থানঃ গোম্বাক, কুয়ালালামপুর থেকে ২৫ কি.মি. দূরে।
ধরনঃ আধা-সরকারি।
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ২৫০
উল্লেখযোগ্য বিষয়ঃ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান, ইসলামিক শিক্ষা, আইন, স্থাপত্য বিদ্যা ইত্যাদি।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএ: ন্যূনতমঃ ২.৫
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ৫ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]/
(১ রিঙ্গিত = ২৬ টাকা)
ওয়েবসাইটঃ http://www.iium.edu.my/
প্রয়োজনীয় তথ্যঃ http://www.iium.edu.my/admissions/international

২. ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াUPM
অবস্থানঃ সেরদাং
ধরনঃ সরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ১৫০। ৯০ শতাংশ মাস্টার্স।
উল্লেখযোগ্য বিষয়ঃ কৃষি বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, আইন, স্থাপত্যবিদ্যা ইত্যাদি।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ নুন্যতমঃ ৩.০
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ৬ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]
ওয়েবসাইটঃ http://www.upm.edu.my/
প্রয়োজনীয় তথ্যঃ http://smp.upm.edu.my/smp/action/security/loginSmpApplicantSetup

৩. মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি/multimedia
অবস্থানঃ সাইবারজায়া।
ধরনঃ বেসরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ১০০
উল্লেখযোগ্য বিষয়ঃ কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ডিজাইন, মাল্টিমিডিয়া ও ইনফর্মেশন কমিউনিকেশন, প্রকৌশল, তথ্যবিজ্ঞান, ব্যবসা শিক্ষা।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ ন্যূনতমঃ ৩.০
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ১০ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ https://www.mmu.edu.my/
প্রয়োজনীয় তথ্যঃ https://www.mmu.edu.my/index.php?req=153

৪. ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াkebangsa
অবস্থানঃ বাংগি, সেলাঙ্গর
ধরনঃ সরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ৫০-৬০।
উল্লেখযোগ্য বিষয়ঃ সমাজবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, তথ্যবিজ্ঞান, ব্যবসা শিক্ষা ইত্যাদি।
উনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় এখন শুধু মাস্টার্স এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ব্যাচেলর এ শুধু অর্থনীতি ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবেন।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ ন্যূনতমঃ ৩.৩
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ৪ হাজার ৬০০ রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ http://www.ukm.my/v5/
প্রয়োজনীয় তথ্যঃ http://www.ukm.my/v5/admission/undergraduate/programmes-offered-international-students/
student_bg
৫. ইউনিভার্সিটি টেকনোলজি মারাmara_university
অবস্থানঃ শাহ আলম, সেলাঙ্গর
ধরনঃ আধা- সরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ২৫-৩৫।
উল্লেখযোগ্য বিষয়ঃ সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, ব্যবসা ও ব্যবস্থাপনা
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ নূন্যতমঃ ২.৮
আই.এল.টি.এসঃ ৫.৫ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ৫ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ www.uitm.edu.my
প্রয়োজনীয় তথ্যঃ http://ipsis.uitm.edu.my/v1/prospective-students/admission/application-procedures/international-applicants

৬. ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়াsainas
অবস্থানঃ পেনাং
ধরনঃ সরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ৬০-৭০।
উল্লেখযোগ্য বিষয়ঃ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ ন্যূনতমঃ ২.৮
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টারফিসঃ ৪ হাজার ৬০০ রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ www.usm.my
প্রয়োজনীয় তথ্যঃ http://www.admissions.usm.my/index.php/program/ijazah-sarjana-muda/international

৭. ইউনিভার্সিটি মালায়াmalaya
অবস্থানঃ কুয়ালালামপুর
ধরনঃ সরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ৬০-৭০।
উল্লেখযোগ্য বিষয়ঃ প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, অর্থনীতি, চিকিৎসাবিজ্ঞান, সমাজবিজ্ঞান
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ ন্যূনতমঃ ২.৮-৩.০
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ৫ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ http://www.um.edu.my/
প্রয়োজনীয় তথ্যঃ isc@um.edu.my


limkok৮. লিমকক উইং ইউনিভার্সিটি
অবস্থানঃ সাইবারজায়া।
ধরনঃ বেসরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ১০০-১২০
উল্লেখযোগ্য বিষয়ঃ ফ্যাশন ডিজাইন, মিডিয়া, স্থাপত্যবিদ্যা, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ নূন্যতমঃ ২.৩
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টারফিসঃ ১২ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ http://www.limkokwing.net/malaysia
প্রয়োজনীয় তথ্যঃ http://www.limkokwing.net/malaysia/academic/courses/
taylor_campus

৯. ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াUTM
অবস্থানঃ জোহর বারু
ধরনঃ সরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ১১০-১২০
উল্লেখযোগ্য বিষয়ঃ প্রকৌশল, পুরাকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ ন্যূনতমঃ ২.৫
আই.এল.টি.এসঃ ৬.০ অথবা টোফেলঃ ৫৫০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ৫৫০০ রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ http://www.utm.my/
প্রয়োজনীয় তথ্যঃ http://web.utm.my/international-students/


১০. টেইলর ইউনিভার্সিটিtylor
অবস্থানঃ সুবাং জায়া, সানওয়ে
ধরনঃ বেসরকারি
বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাঃ প্রায় ৭০-৮০
উল্লেখযোগ্য বিষয়ঃ প্রকৌশল, পুরাকৌশল,  কম্পিউটার বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা।
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
জিপিএঃ ন্যূনতম ২.০
আই.এল.টি.এসঃ ৫.০ অথবা টোফেলঃ ৫০০
ইনটেকঃ ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর
সেমিস্টার ফিসঃ ১১ হাজার রিঙ্গিত প্রতি সেমিস্টার [বছরে দু’টি সেমিস্টার]- ব্যাচেলর
ওয়েবসাইটঃ http://www.taylors.edu.my/en/university/
প্রয়োজনীয় তথ্যঃ http://www.taylors.edu.my/en/university/students/international_students
International_Student
ইংলিশ মিডিয়াম
ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা যে বিভাগে ভর্তি হতে চান, সে বিষয়ের প্রাথমিক বিষয়ে ন্যূনতম “বি” গ্রেড থাকতে হবে। (যেমন, প্রকৌশল এ ভর্তি ইচ্ছুক হলে, বিজ্ঞান বিষয়ে ও লেভেল/ এ লেভেল “বি” গ্রেড থাকতে হবে, ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।)

থাকা খাওয়া খরচ
হোস্টেলে প্রতি মাসে খরচ পড়ে, ৫০০ থেকে ৬০০ রিঙ্গিত। খাওয়ার খরচ প্রতি মাসে প্রায় ৮০০ থেকে ১ হাজার রিঙ্গিত। ক্যাম্পাস এর বাইরে মালয়েশিয়াতে শিক্ষার্থীরা বেশিরভাগ রুম ভাড়া নিয়ে থাকে। খরচ ৬০০ থেকে ৮০০ রিঙ্গিত। পুরো একটি বাসা ভাড়া নিলে পড়বে দেড় হাজার থেকে ২ হাজার রিঙ্গিত।

যাতায়াত খরচ
যাতায়াত এর জন্য প্রতি মাসে ২০০  থেকে ৩০০ রিঙ্গিত হাতে রাখতে হবে। যাতায়াত এর মাধ্যম বাস, ট্রেন ও ট্যাক্সি।

পার্ট টাইম জব অথবা চাকরি
ব্যাচেলর প্রোগ্রাম এর ক্ষেত্রে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে ২০ ঘণ্টা পার্ট টাইম জব করার অনুমতি দেয়। প্রতি ঘণ্টায় ৭ থেকে ১০ রিঙ্গিত আয় করা সম্ভব। মাস্টার্স শিক্ষার্থীরা রিসার্চ অ্যাসিসট্যান্ট হিসেবে ১৫০০ থেকে ১৮০০ রিঙ্গিত আয় করতে পারেন।

অন্যান্য
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এর স্বাস্থ্য ইনস্যুরেন্স কভারেজ রয়েছে, যার মাধ্যমে বিনামূল্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা পাওয়া যায়।
এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় এর মধ্যে রয়েছে Lincon College, KDU college, Sunway University Malaysia Campus, Segi College, Asia Pacific University ইত্যাদি।


শিক্ষা ব্যয়

    মালয়েশিয়ান পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে টিউশন ফি ৮৮২১ মার্কিন ডলার থেকে ১৭৬৪২ ডলার (সর্বমোট)
    মাষ্টার্স পর্যায়ে খরচ পড়বে ৫৫৮৬ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার (সর্বমোট)
    ডক্টরেট ডিগ্রীর গবেষনার জন্য খরচ পড়বে ৮৮২১ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার।

 

জীবনযাত্রার ব্যয়

মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রীর জীবনযাত্রার বাৎসরিক ব্যয় ২৭০০ থেকে ৩০০০ মার্কিন ডলার।

 

স্বাস্থ্য বীমা

মালয়েশিয়ায় পড়তে আসা বিদেশী ছাত্রছাত্রীদের অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্য ও ভ্রমন বীমা থাকতে হবে।

    প্রতি সেমিষ্টারে বীমা খরচ ৩০ মার্কিন ডলার

অন্যান্য প্রয়োজনীয় তথ্য:

কাজের সুযোগ:

মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রী তাদের পূর্ণকালীন (Full Time) শিক্ষা শুরু করার পর কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। একজন শিক্ষার্থী সেমিষ্টার পরবর্তী ছুটিতে অথবা ৭ দিনের অতিরিক্ত মেয়াদের কোন ছুটিতে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার অনুমতি পেয়ে থাকেন। ক্যাম্পাসে কাজ করে যে উপার্জন করা সম্ভব তা দিয়ে টিউশন ফি বা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। কাজ করতে আগ্রহী একজন শিক্ষার্থীর অবশ্যই “student pass” থাকতে হবে।

 

যেসব ক্ষেত্রে কাজ পাওয়া যায়:

মালয়েশিয়ায় বিদেশী শিক্ষার্থীরা রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, মিনি মার্কেট ও হোটেলগুলোতে কাজ করতে পারেন। এসব কাজ থেকে মাসিক ৩০০ থেকে ৭৫০ মার্কিন ডলার পর্যন্ত উপার্জন করা সম্ভব।

 

ভিসা আবেদন :

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার্থে “student pass” এর জন্য ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাস কর্তৃক নির্দেশিত প্রক্রিয়ায় আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে ভিসা ইস্যু করা হবে মালয়েশিয়া থেকে।

 

ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের ঠিকানা:

বাড়ী- ১৯, রোড- ৬, বারিধারা,

ঢাকা-১২১২

ফোন: ৮৮২৭৭৫৯

বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আর কোন তথ্যের জন্য ইমেইল করুন: khairulbn24@gmail.com

Offline fatema nusrat chowdhury

  • Sr. Member
  • ****
  • Posts: 313
    • View Profile
nice. Thank you for sharing

Offline asitrony

  • Hero Member
  • *****
  • Posts: 547
    • View Profile
necessary information!!!