অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে ছবি-ভিডিও শেয়ার

Author Topic: অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে ছবি-ভিডিও শেয়ার  (Read 1326 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
অনলাইন ডেস্ক : অ্যাকাউন্ট ছাড়াই ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করা যাবে। অবাক শোনালেও বিষয়টি ভিত্তিহীন নয়। স্লিংশট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন গতকাল মঙ্গলবার উন্মুক্ত করেছে ফেসবুক। এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই ছবি ও ভিডিও বিনিময় করা যাবে, যা ব্যবহারকারী দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। খবর রয়টার্সের।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের আলাদা একটি উদ্যোগ হচ্ছে স্লিংশট নামের এই মোবাইল সার্ভিসটি।

স্লিংশট অ্যাপ্লিকেশন ব্যবহারকারী তার মুঠোফোন নম্বর ব্যবহার করেই ফোনের কন্টাক্ট তালিকায় থাকা বন্ধু এবং ফেসবুক বন্ধুর সঙ্গে বার্তা আদান-প্রদান করতে পারবেন। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয়তার বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে এই অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মে এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।

মার্কিন বাজার গবেষকদের দাবি, বর্তমানে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও মোবাইল মেসেজিং সার্ভিসগুলো তরুণদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় নতুন অ্যাপ্লিকেশন তৈরিতে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১২ সালে ফেসবুক ফটো শেয়ারিং সার্ভিস ইনস্টাগ্রাম কিনেছিল ফেসবুক কর্তৃপক্ষ। এ বছরের ফেব্রুয়ারিতে এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপও কিনেছে তারা।

বর্তমানে বার্তা লেনদেনের পর স্বয়ংক্রিয়ভাবে তা মুছে যাওয়ার অ্যাপ্লিকেশন হিসেবে জনপ্রিয় হয়েছে স্ন্যাপচ্যাট। এ অ্যাপ্লিকেশনটি ৩০০ কোটি মার্কিন ডলারে কিনতে চেয়েছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। কিন্তু জুকারবার্গের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এরপর জুকারবার্গ স্ন্যাপচ্যাটের প্রতিদ্বন্দ্বী স্লিংশট তৈরির সিদ্ধান্ত নেন।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

Offline maruf2703

  • Newbie
  • *
  • Posts: 30
  • What about you???
    • View Profile
    • oDesk
amazing. glad to know. thank you so much for sharing this news with us.
Maruf Abdullah Rion
BSc. in CSE
http://freelancermaruf.com