মহাকাশ হোটেল

Author Topic: মহাকাশ হোটেল  (Read 742 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
মহাকাশ হোটেল
« on: August 07, 2014, 04:41:55 PM »
ঢাকা: মাত্র ৯০ মিনিটে আপনাকে একবার পুরো পৃথিবী ঘুরিয়ে আনবে। মানে আপনি একটিমাত্র দিনে ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করতে পারবেন।

আপনাকে এ সুযোগ তৈরি করে দিতেই নির্মাণ করা হচ্ছে মহাকাশ হোটেল।

২০২০ সালের মধ্যে হোটেলটি চালু করা হবে।

এজন্য অবশ্য আপনাকে প্রথমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে হবে। পাড়ি দিতে হবে ৩ শ’ কিলোমিটার। এর পরই আপনাকে তোলা হবে মহাকাশ হোটেলে। পৃথিবী প্রদক্ষিণের পথে যার গতি হবে ঘন্টায় ২৭ হাজার ৫ শ কিলোমিটার বা ১৭ হাজার মাইল।

এখানে আপনাকে জিরো গ্রাফিটিতে থাকতে হবে। প্রথমে হয়তোবা আপনি অস্বস্থি বোধ করতে পারেন। তবে আপনার কোমরে একটি বিশেষ যন্ত্র স্থাপন করে দেয়া হবে যা আপনাকে স্থীর থাকতে সাহায্য করবে।

এজন্য আপনাকে আনেক আগে থেকেই হোটেলের রুম বুকিং দিতে হবে। তবে কতো টাকা খরচ গুনতে হবে তা এখনো প্রকাশ করা হয়নি।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU