ধূমকেতুর কাছাকাছি মহাকাশযান

Author Topic: ধূমকেতুর কাছাকাছি মহাকাশযান  (Read 849 times)

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
পৃথিবী থেকে ৪০ কোটি কিলোমিটার দূরের একটি ধূমকেতুকে খুব কাছে থেকে পর্যবেক্ষণের চেষ্টায় বড় সাফল্য পেয়েছে ইউরোপীয় মহাকাশযান রোসেটা। এটি ১০ বছর চেষ্টার পর চুরিমফ-গেরাসিমিয়েঙ্কো (৬৭পি) নামের ওই ধূমকেতুর পাশে নিজেকে এমনভাবে স্থাপন করতে সমর্থ হয়েছে, যাতে এটি একই কক্ষপথে পাশাপাশি থেকে ধূমকেতুটিকে পর্যবেক্ষণ করতে পারবে। মহাকাশ গবেষণার ইতিহাসে এ ধরনের সাফল্য এটিই প্রথম। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) গত বুধবার জানায়, রোসেটা আগামী এক বছর ধরে ধূমকেতুটিকে অনুসরণ করবে এবং তার ওপর অবতরণের উপযোগী একটি যান পাঠিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ ও পরীক্ষা করবে। পৃথিবীতে প্রাণের উৎস যে কার্বন ও পানি, তা ওই ধূমকেতু থেকেই এসেছিল কি না, তা রোসেটার পরীক্ষায় জানা যেতে পারে। ধূমকেতু যেহেতু সৌরজগতের একেবারে আদি পর্বের অবশিষ্ট অংশ, তাই এ গবেষণা থেকে সৌরজগতের সৃষ্টিরহস্য এবং পৃথিবীতে প্রাণ সৃষ্টির সঙ্গে ধূমকেতুর সম্ভাব্য যোগাযোগের ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে। বিবিসি।
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU