৮২১ বছর পর ফের নালন্দা বিশ্ববিদ্যালয়ের পথ চলা

Author Topic: ৮২১ বছর পর ফের নালন্দা বিশ্ববিদ্যালয়ের পথ চলা  (Read 1224 times)

Offline abdussatter

  • Sr. Member
  • ****
  • Posts: 373
  • Test
    • View Profile
প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এখন পুরাতাত্ত্বিক সম্পদ।  ১১৯৩ সালে বখতিয়ার খলজির হামলায় পতন হয়েছিল এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের। তারপর চলে গেছে ৮২১ বছর। এতদিন পর ফের পথ চলা শুরু করল নালন্দা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আরম্ভ হল পঠনপাঠন। শুরুতেই বিদেশ থেকে এসে ভর্তি হয়েছেন পড়ুয়ারা।

ভারতের প্রাচীন ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম। আজ থেকে অন্তত ১৬০০ বছর আগে গুপ্ত রাজাদের আনুকূল্যে গড়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়। তখন সারা পৃথিবী থেকে এখানে পড়তে আসত ছাত্ররা। শোনা যায়, ১০ হাজার পড়ুয়া ছিল এখানে। শিক্ষক ছিল ২২০০ জন। সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব, কাব্য, আয়ুর্বেদ, ইতিহাস, ভূগোল, শল্য চিকিৎসা ইত্যাদি বিষয়ে প্রাচীন ভারতের দিকপালরা এখানে অধ্যাপনা করতেন। জনশ্রুতি আছে এখানে ভর্তি হতে এলে ছাত্রদের মূল ফটকে প্রথমে আটকাত রক্ষীরা। তারা সংস্কৃত ব্যাকরণ, দর্শন, কাব্য ইত্যাদি বিষয়ে ইন্টারভিউ নিত। তাতে উত্তীর্ণ হলে তবেই ভিতরে যাওয়া অধিকার মিলত। শিক্ষা শেষে সেখান থেকে বের হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখতে আশপাশের গ্রামগুলি থেকে লোক ভেঙে পড়ত।

১১৯২ সালে তরাইনের যুদ্ধে রাজা পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন মহম্মদ ঘোরীর কাছে। ভারতে মুসলিম শাসনের সূচনা হয়। ১১৯৩ সালে মহম্মদ ঘোরীর সেনাপতি ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি হামলা চালান নালন্দা বিশ্ববিদ্যালয়ে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। গ্রন্থাগারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় অমূল্য পুঁথিপত্র। দাঁড়ি পড়ে যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গতিপথে।

অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় প্রথম উদ্যোগ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়টি পুনরুজ্জীবিত করার। শেষ পর্যন্ত ইউপিএ সরকারের আমলে ২০০৬ সালে প্রক্রিয়া শুরু হয়। তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ছিলেন এর হোতা। ২০১০ সালের অগস্ট মাসে সংসদে পাশ হয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিল। তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সম্মতির পর তা আইনে পরিণত হয়। ওই বছরের ২৫ নভেম্বর থেকে কাজ শুরু হয়।

প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে ছিল, সেখান থেকে ১২ কিলোমিটার দূরে গড়ে উঠেছে আজকের নালন্দা বিশ্ববিদ্যালয়। এখনও নির্মাণকাজ শেষ না হওয়ায় বিহার সরকারের একটি অফিসঘরকে সাজিয়ে-গুছিয়ে শুরু হয়েছে পড়াশুনো। ৪০ জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে তিনজন বিদেশি। অধ্যাপক রয়েছেন ১১ জন।

সিঙ্গাপুর, জাপান ও অস্ট্রেলিয়া নতুন বিশ্ববিদ্যালয় তৈরিতে অর্থ দিচ্ছে। আর আগামী ১০ বছরে ২৭০০ কোটি টাকা দেবে কেন্দ্র। নতুন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন গোপা সবরওয়াল।
Source: http://www.bd-pratidin.com
« Last Edit: January 20, 2017, 08:16:56 AM by abdussatter »
(Md. Dara Abdus Satter)
Assistant Professor, EEE
Mobile: 01716795779,
Phone: 02-9138234 (EXT-285)
Room # 610

Offline mahmud_eee

  • Hero Member
  • *****
  • Posts: 591
  • Assistant Professor, EEE
    • View Profile
Md. Mahmudur Rahman
Assistant Professor, EEE
FE, DIU

Offline Mosammat Arifa Akter

  • Full Member
  • ***
  • Posts: 187
  • Test
    • View Profile
Mosammat Arifa Akter
Senior Lecturer(Mathematics)
General Educational Development
Daffodil International University