কম্পিউটার চালু হতে কি বেশি সময় লাগে? এখন থেকে আর লাগবে না!

Author Topic: কম্পিউটার চালু হতে কি বেশি সময় লাগে? এখন থেকে আর লাগবে না!  (Read 1131 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
কম্পিউটার চালু হতে কি বেশি সময় লাগে? এখন থেকে আর লাগবে না!




আমাদের যাদের কম্পিউটার আছে তাদের অনেকের একটা সমস্যা হয় আর সেটা হল কম্পিউটার বুট হতে বেশি সময় নেয়। কম্পিউটারের বুট সময় কমানোর অনেক উপায় আছে। আজকে একটা উপায় নিয়ে কিছু বলবো। যাদের কম্পিউটারের প্রসেসর ডুয়েলকোর বা তার উপরে তারা চাইলে সামান্য একটু কাজ করে উইন্ডোজ এর বুট টাইম কমাতে পারেন। কি করে করবেন তা নিছে দিলাম।

প্রথমে Run অপশন এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন। এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখনে Boot অপশন এ ক্লিক করুন।



এখন Advanced Option এ ক্লিক করুন। দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে।



এখনে দেখুন Number of processor নামে একটা অপশন আছে। এখনে আপনার প্রসেসর অনুজাই নাম্বার দিন। যদি ডুয়েল কোর হয় তাহলে ২ দিন এবং এর উপরে হলে ৩/৪ দিন।
সবশেষে Ok করে বের হয়ে আসুন। আশা করি আপনার উইন্ডোজ এর বুট টাইম অনেক কমে যাবে।