“আর নয় টেনশন, সফটওয়্যার ছাড়াই পার্টিশন!”

Author Topic: “আর নয় টেনশন, সফটওয়্যার ছাড়াই পার্টিশন!”  (Read 1084 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
“আর নয় টেনশন, সফটওয়্যার ছাড়াই পার্টিশন!”




যারা কম্পিউটার ইউজ করেন তাদের মধ্যে বিষেশ করে নতুন ইউজাররাই নয় পুরাতনদের মধ্যেও অনেকেই জানিনা কিভাবে হার্ডডিস্কের পার্টিশন দিতে হয়। আবার অনেকে মনে করি হার্ডডিস্কের পার্টিশন দিতে সফটওয়্যার ছাড়া সম্ভব নয়। ধারণাটি সঠিক নয়! সফটওয়্যার ছাড়াও পার্টিশন দেয়া যায়। কিন্তু কিভাবে তাই আজকে দেখবো। আসুন দেখা যাক…!

১ । প্রথমেই আপনাকে মাই কম্পিউটারের উপরে রেখে মাউসের ডান বাটনে ক্লিক করে ম্যানেজ অপশনে যেতে হবে।

২ । এবার আপনাকে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করতে হবে। অতঃপর আপনাকে টোটাল পার্টিশন দেখাবে।

৩ । এরপর আপনি নিচের যে ড্রাইভ থেকে স্পেস নিয়ে নতুন পার্টিশন ড্রাইভ বানাতে চান তার উপরে মাউস রেখে ডান বাটোনে ক্লিক করুন। তারপর SHRINK  VOLUME এ ক্লিক করুন।

৪ । এবার আপনার উক্ত ড্রাইভে কতটুকু খালি আছে সেটাও দেখতে পাবেন।

৫ । এখন আপনি আপনার নতুন ড্রাইভটি কতটুকু হবে বা কত জিবি হবে তা নির্ধারন করুন।

৬। এবং SHRINK-এ ক্লিক করুন। তারপর সামান্য সময় অপেক্ষা করুন, দেখবেন আপনার নতুন ড্রাইভ তৈরি হয়ে যাবে।

সবশেষে আপনাকে যা করতে হবে তা হলো, আপনার পিসিটিকে রিস্টার্ট দিন। আশা করি আপনি আপনার ইচ্ছে মত ড্রাইভটিকে ইউজ করতে পারবেন।
ধন্যবাদ! :)