কঠিন সময়ে শিশুকে শান্ত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস

Author Topic: কঠিন সময়ে শিশুকে শান্ত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস  (Read 996 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
ভাবুন তো একবার! আপনি আপনার সন্তানকে নিয়ে কেনাকাটা করতে গেছেন। গুরুত্বপূর্ণ কিছু কিনছেন আর ঠিক এমন সময় সন্তান বায়না ধরল দামী কোন জিনিস কিনে দিতে যা কোনভাবেই আপনার পক্ষে সম্ভব নয়। আর আপনার সন্তান জায়গাতেই জুড়ে দিলো কান্না! এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় না এমন মায়ের সংখ্যা যে খুব কম হবে না তা প্রায় নিশ্চিত করেই বলা যায়। শিশুরা না বুঝে এমনটি করতেই পারে। এতে আমার আপনার কারো হাত নেই। তবে কি করে এই পরিস্থিতিতে শিশুকে কিছুটা হলেও শান্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আজ রয়েছে পাঁচটি টিপসঃ
শিশুকে নিয়ে বের হবার সময় বা কিছু করার মানসিকভাবে কিছুটা প্রস্তুতি নিয়ে রাখুন যে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। নিজের কিছুটা প্রস্তুতি এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে।
শিশুকে শান্ত রাখার কৌশল মায়ের চেয়ে ভালো আর কেউই জানে না। তাই আগে থেকেই এমন কিছু ব্যবস্থা রাখুন যাতে আপনার সন্তান ব্যাপারটি খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে। তা হতে পারে কোন পছন্দের চকোলেট কিংবা কোন খেলনা! এছাড়া শিশুরা যেকোন ব্যাপার খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে যদি তাঁদের মন অন্য কোনদিকে ধাবিত করা যায়।
শিশুকে আদর যত্ন দিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করুন। কোনভাবেই যাতে শিশুর উপর অন্যায়ভাবে শাসন না করা হয় কিংবা অযথা বকাঝকা না করা হয়।
অনেক সময় শিশুরা ক্ষিদের জ্বালায় এমন সমস্যা করে থাকে। শিশুর জন্য সবসময় তার উপযুক্ত খাবার প্রস্তুত রাখুন।
শিশুকে সাধারণ সময়ে নিজের পরিস্থিতি, তার আচরণের কারনে আপনার কি সমস্যা হচ্ছে সব বুঝিয়ে বলুন। এতে করে শিশুরা নিজেদেরকে সেই অনুযায়ী গড়ে নিতে শিখবে আপনার সাহায্যেই।
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd