ছায়াপথের আধিপত্য

Author Topic: ছায়াপথের আধিপত্য  (Read 1131 times)

Offline ehsan217

  • Full Member
  • ***
  • Posts: 116
  • Test
    • View Profile
ছায়াপথের আধিপত্য
« on: September 26, 2014, 10:35:39 AM »
বিশাল আকারের ছায়াপথগুলো আশপাশের অন্য নক্ষত্রপুঞ্জকে ‘গ্রাস’ করছে। আমাদের ছায়াপথটিও (মিল্কিওয়ে) এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। মান্থলি নোটিসেস অব দ্য রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ছোট ছায়াপথগুলো গ্যাস থেকে নক্ষত্র তৈরিতে কার্যকর হলেও বিশাল ছায়াপথগুলো বরং অন্য নক্ষত্রকে গ্রাস করতেই বেশি তৎপর থাকে। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চের (আইসিআরএআর) গবেষক অ্যারন রোবোথ্যাম বলেন, মিল্কিওয়ে দীর্ঘকাল ধরে অন্য কোনো বড় নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়নি। তবে সুদূর অতীতে এটি অন্য নক্ষত্রপুঞ্জকে গ্রাস করেছিল। আর আগামী ৪০০ কোটি বছরে মিল্কিওয়ে পার্শ্ববর্তী দুটি ছোট ছায়াপথকে গ্রাস করতে যাচ্ছে। এএনআই।