ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষায় ৯৭ শতাংশ ফেল

Author Topic: ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষায় ৯৭ শতাংশ ফেল  (Read 1603 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষায় ৯৭ শতাংশ ফেল



নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণের রেকর্ড হতে চলেছে। ‘খ’ ইউনিটে সর্বনিম্ন অকৃতকার্যের পর এবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটেও রেকর্ড হয়েছে।

২০১৪-২০১৫ শিক্ষা বর্ষের প্রথম শ্রেণিতে (স্নাতক) ভর্তি পরীক্ষায় ‘চ’ ইউনিটে মাত্র ৩.১০ শতাংশ পরীক্ষার্থী পাস করতে সমর্থ হয়েছে। বাকি ৯৭ শতাংশই ফেল করেছে।

রবিবার সন্ধ্যায় ঢাবির প্রশাসনিক ভবনের ভর্তি অফিসে (২১৪ নম্বর রুম) ‘চ’ ইউনিটে (চারুকলা) ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক আ অ মস আরফিন সিদ্দিক।


এ সময় ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারক আলভী, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. হাসিবুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাসের হার ৩.১০ শতাংশ।

এ বছর এই ইউনিটের অধীনে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করে ৮ হাজার ৯৮৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মাত্র ২২৬ জন। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানা যাবে।

গত ১৩ সেপ্টেম্বর ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার মাত্র ৯.৫৫ শতাংশ। আর ফেল করেছে ৯০.৪৫ শতাংশ পরীক্ষার্থী।

গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় দুই হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছিল ৪২ হাজার ৪১৭ জন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ হাজার ৫৬৫ জন। পাস করেছে মাত্র ৩,৮৭৪ জন।

এর আগে ঢাবির ক ও গ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছিল। দেশের সেরা এই বিদ্যাপীঠে ভর্তির জন্য সবচেয়ে মেধাবীরাই অংশ নেয়। তাদের মধ্যে যখন ৮০ থেকে ৯০ শতাংশ ফেল করে তখন শিক্ষার মান নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে।

Offline asitrony

  • Hero Member
  • *****
  • Posts: 547
    • View Profile