দেহের বয়সের ছাপ বাড়িয়ে দেয় মিষ্টি ও কোমল পানীয়

Author Topic: দেহের বয়সের ছাপ বাড়িয়ে দেয় মিষ্টি ও কোমল পানীয়  (Read 744 times)

Offline sanjida.dhaka

  • Full Member
  • ***
  • Posts: 228
    • View Profile

মিষ্টি পানীয় পানে আপনার শুধু দাঁতের ক্ষতি, ওজন বৃদ্ধি বা ডায়াবেটিসের সম্ভাবনাই বাড়ে না, এতে দেহের বয়সের ছাপও বেড়ে যায়। ফলে অল্প বয়সেই বেশি বয়সী বলে মনে হতে পারে আপনাকে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
সম্প্রতি গবেষকরা মিষ্টি পানীয়ের সঙ্গে দেহের বয়সের ছাপ বাড়ার সম্পর্ক আবিষ্কার করেছেন। এতে জানা গেছে, মিষ্টি পানীয় যারা পান করে তাদের দেহে দ্রুত বয়সের ছাপ পড়ে।
গবেষকরা জানিয়েছেন, দৈনিক আধ লিটার মিষ্টি সোডা বা কোমল পানীয় পানে প্রত্যেকের চার দশমিক ছয় বছর করে বয়স বেড়ে গেছে বলে মনে হবে। আর এ প্রভাব অনেকটা ধূমপানের সঙ্গেই তুলনীয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকোর প্রফেসর এলিসা এপেল (সিনিয়র গবেষণা লেখক) বলেন, 'মিষ্টি সোডা নিয়মিত গলাধঃকরণ করলে তা রোগ বৃদ্ধির কারণ হতে পারে। এতে দেহের চিনির নিয়ন্ত্রণ হারানো ছাড়াও কোষের বয়স বৃদ্ধির জন্য দায়ী।'


এ গবেষণার জন্য পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের বয়স ছিল ২০ থেকে ৬৫ বছর। তাদের ডায়াবেটিস বা অনুরূপ কোনো রোগের ইতিহাস ছিল না।
নিয়মিত মিষ্টি পানীয় পানের পর তাদের নানা দীর্ঘস্থায়ী রোগ দেখা দেয়। এসব রোগের মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার। এ ছাড়া তাদের কোষের বয়সের চিহ্নও দ্রুত বেড়ে যায়।
আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথ-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।