কাপড়ের চা-কফির দাগ থেকে মুক্তি সহজ উপায়

Author Topic: কাপড়ের চা-কফির দাগ থেকে মুক্তি সহজ উপায়  (Read 978 times)

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
অনেক সময় অসাবধানতা বশত চা-কফি খাওয়ার সময় পোশাকে পরে কাপড়ে দাগ পড়ে যায়। চা-কফির দাগ সহজে কাপড় থেকে উঠে না। এজন্য সাধারণতভাবে শুধু শুধু কষ্ট না করে নিচের কৌশলগুলো অবলম্বন করতে পারেন।

পোশাকে চা বা কফি পরার সাথে সাথেই ব্লটিং পেপার বা টিস্যু রাখুন চা বা কফি পরে যাওয়া কাপড়ের ওপর। যাতে সবটুকু শুষে নিতে পারে। তারপর দাগপড়া কাপড়ের পেছনদিকে আলতো করে ধুয়ে ফেলুন।

ডিটারজেন্ট, ভিনেগার এবং ঠাণ্ডা পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন, অনেকটা পেস্টের মত হবে। তারপর দাগের ওপর টুথব্রাশ দিয়ে ঘষতে থাকুন পাঁচমিনিটের জন্য। এরপর কাপড়টি ধুয়ে ফেলুন।

যদি এতেও দাগ না ওঠে তবে যে অংশে দাগ লেগেছে তা সারারাত ঠাণ্ডা দুধে ভিজিয়ে রেখে পরদিন মৃদু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে।

যদি তারপরও দাগ না যায়, তবে কাপড় ভেজা থাকা অবস্থায় এ প্রক্রিয়ায় আবারো পরিষ্কারের চেষ্টা করুন। যদি আপনার কাছে দাগ তোলার জন্য প্রয়োজনীয় উপকরণাদি না থাকে, তবে সেই দাগের ওপর কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন। এতে করে সহজে দাগ শুকিয়ে কাপড়ে বসে যাওয়ার সম্ভাবনা নেই। এরপর পানিতে ধুয়ে ফেলুন দাগ উঠে যাবে।

তবে সিল্ক, সুক্ষ কাপড় ও গালিচার ক্ষেত্রে এমনটা না করাই ভালো।

Offline ayasha.hamid12

  • Sr. Member
  • ****
  • Posts: 372
  • Test
    • View Profile
useful information... :)