বিশ্বকাপ ফুটবল ২০১৪ ও বিশ্বকাপ ফুটবল এর রেকর্ড নিয়ে কথকথা !

Author Topic: বিশ্বকাপ ফুটবল ২০১৪ ও বিশ্বকাপ ফুটবল এর রেকর্ড নিয়ে কথকথা !  (Read 824 times)

Offline diljeb

  • Full Member
  • ***
  • Posts: 164
    • View Profile
১৯৩০ সালে শুরু হয়ে চলতে চলতে ২০ টা আসর শেষ করে ২০১৪ সালে এসে ব্রাজিলে
এর মধ্যে বিশ্বকাপ ফুটবল তৈরি করেছে নানা ইতিহাস, নানা রেকর্ড।
চলুন জেনে নেওয়া যাক এর কিছু রেকর্ড ও ইতিহাস...............।
প্রথম আয়োজক দেশ           : উরুগুয়ে
প্রথম বিজয়ী                            : উরুগুয়ে
সর্বোচ্চ শিরোপা বিজয়ী দেশ         : ব্রাজিল(৫ বার শিরোপা)
সর্বোচ্চ রানার্স-আপ            : জার্মানি (১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২)
শীর্ষ গোলদাতা                   : রোনালদো (ব্রাজিল)           
দ্রুততম গোল                    : হাকান শুকুর (তুরস্ক)
বেশিবিশ্বকাপে অংশনেয়া খেলোয়াড়       : Antonio Carbajal (মেক্সিকো ),
                      Lothar Matthäus  (জার্মানি)  ৫ বিশ্বকাপ
সর্বোচ্চ গোল্ডেন বুট বিজয়ী দেশ         : ব্রাজিল(৫ বার)
সর্বোচ্চ গোল্ডেন বল বিজয়ী দেশ         : ব্রাজিল(৭ বার)
সর্বোচ্চ Golden Glove বিজয়ী দেশ    : উরুগুয়ে (৩ বার)
সর্বোচ্চ Fair Play Trophy Win দেশ   : ব্রাজিল(৪ বার)

দেখা হল কিছু গুরুত্ব পূর্ণ বিশ্ব রেকরদ।ফুটবল মানেই রেকর্ড এবার ও হবে নানা রকম বিশ্ব রেকর্ড। আর তো মাত্র কয়েক টা দিন।
এবার সব দল যে ভাবে নিজেদের তৈরি করেছে তাতে আমরা অনেক সুন্দর একটা খেলা দেখতে পারবো আসা করি। এবার প্রস্তুতির জন্য সবার বাজেট অনেক। আর এই বাজেট দৌরে সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। দেখি সেরা দল গুলো কার কত বাজেট।

স্পেন : ৪৮৬.৯ মিলিয়ন ইউরো

আর্জেন্টিনা : ৪৭৪.১ মিলিয়ন ইউরো

ব্রাজিল : ৪৭০.২ মিলিয়ন ইউরো

জার্মানি : ৪৪৫.৬ মিলিয়ন ইউরো

ফ্রান্স : ৩৯৮.৬ মিলিয়ন ইউরো

ইংল্যান্ড : ৩৫৪.২ মিলিয়ন ইউরো

বেলজিয়াম : ৩৩৬.১ মিলিয়ন ইউরো

ইতালি : ৩২২.৪ মিলিয়ন ইউরো