২০১৪ সাল: গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ ১০

Author Topic: ২০১৪ সাল: গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ ১০  (Read 795 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
২০১৪ সাল: গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ ১০



পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল গতকাল ২০১৪ সালের সার্চ টপ চার্ট প্রকাশ করেছে। সার্চ তালিকার শীর্ষে রয়েছে রবিন উইলিয়াম। google.com.bd তে অনুসন্ধান করার ভিত্তিতে বছরের মূখ্য ঘটনা, শীর্ষ খবর জন্মদাতা ও আলোচিত প্রবণতাগুলো একটি অনন্য দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয় এই তালিকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গুগল।

২০১৪ সালে বাংলাদেশের আলোচিত শীর্ষ ১০ অনুসন্ধানগুলো হচ্ছে, ১. এসএসসি ফলাফল ২০১৪, ২. এইচএসসি ফলাফল ২০১৪, ৩. বিশ্বকাপ ২০১৪, ৪. সোনালী ব্যাংক, ৫. জনতা ব্যাংক, ৬. এনটিআরসিএ, ৭. আইপিএল ২০১৪, ৮. কিক, ৯. ব্যাং ব্যাং, ১০. ঈদ এসএমএস। ২০১৪ সালে বাংলাদেশের আলোচিত শীর্ষ ১০ মানুষ হচ্ছেন, ১. জেনিফার লরেন্স, ২. রবিন উইলিয়ামস, ৩. সুচিত্রা সেন, ৪. জেমস রদ্রিগুয়েজ, ৫. নাঈলা নায়েম, ৬. অমৃতা অরোরা, ৭. কৃতি শ্যানন, ৮. আঁখি আলমগীর, ৯. অর্পিতা খান, ১০. নেইমার।

গুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স প্রধান জেফরি ইউসুফ এ প্রসঙ্গে বলেন, গুগল সার্চ একটি সাংস্কৃতিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। যেসব মূখ্য ঘটনা, জনপ্রিয় ব্যাক্তিত্ব ও আলোচিত প্রবণতাগুলো সমষ্টিগতভাবে বাংলাদেশীদের জীবনে প্রভাব বিস্তার করেছে সেসবের একটি প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরে এটি। তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষই তথ্যের জন্য গুগলের কাছে আসে এবং আমরা বিশ্বাস করি, যে তালিকা আমরা বাংলাদেশের অনুসন্ধানের উপর তৈরি করেছি সেটা জাতীয় ভাবধারা বা সময়ের সাথে মানানসই।

বাংলাদেশের মানুষ কোন বিষয় নিয়ে কৌতূহলী ছিল এটা প্রকাশ করা ছাড়াও সারা বিশ্বে ২০১৪ সালে কোন বিষয়গুলো মানুষের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে সেটাও তুলে ধরেছে গুগল সার্চ।

২০১৪ সালে শীর্ষ ১০ আন্তর্জাতিক আলোচিত অনুসন্ধানগুলো হচ্ছে, ১. রবিন উইলিয়ামস, ২. বিশ্বকাপ, ৩. ইবোলা, ৪. মালয়েশিয়া এয়ারলাইন্স, ৫. এএলএস আইস বাকেট চ্যালেঞ্জ, ৬. ফ্ল্যাপি বার্ড, ৭. কনচিতা ওরস্ট, ৮. আইএসআইএস, ৯. ফ্রোজেন, ১০. সোচি অলিম্পিক।

বিশ্বব্যাপি গুগল ইয়ার ইন সার্চ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ইন্টারেক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশন ব্যবহার করলেই সব তথ্য পাওয়া যাবে। এছাড়া গুগলের বার্ষিক ভিডিও দেখতে ভিজিট করতে পারেন google.com/2014 এই ঠিকানায়।

বিভাগ:
বাংলাদেশ

- See more at: http://www.priyo.com/2014/12/17/123819.html#sthash.u87ndG5J.dpuf