অত্যন্ত সুস্বাদু ‘ছোলা বুটের কাবাব’

Author Topic: অত্যন্ত সুস্বাদু ‘ছোলা বুটের কাবাব’  (Read 806 times)

Offline Rozina Akter

  • Hero Member
  • *****
  • Posts: 887
  • Test
    • View Profile
উপকরণঃ

– ২ কাপ ছোলা বুট (খোসা ছাড়ানো হলে ভালো হয়)
– আধা চা চামচ জিরা গুঁড়ো
– ২ চা চামচ আদা-রসুন বাটা
– ২ টি পেঁয়াজ
– ১ চা চামচ কাবাব মসলা
– ১ চা চামচ ধনে গুঁড়ো
– ৩/৪ টি কাঁচা মরিচ
– ১ টেবিল চামচ তেল
– ১ টুকরো পাউরুটি
– ১ চা চামচ ময়দা
– ধনে পাতা/পুদিনা পাতা কুচি

পদ্ধতিঃ

– ছোলা বুট আগের দিন রাতে ভালো করে পানিতে ভিজিয়ে রাখুন। যদি তা না করতে চান তাহলে হালকা গরম পানিতে ১-২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
– এরপর পানি থেকে ছেঁকে তুলে নিয়ে ধুয়ে আবার পেঁয়াজ ও মরিচের সাথে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে ৪-৫ টি হুইসেল বাজা পর্যন্ত মাঝারি আঁচে সেদ্ধ করুন।
– এরপর সেদ্ধ ছোলা বুট নামিয়ে নিন একটি পাত্রে, যদি বাড়তি পানি থাকে তাহলে তা ঝড়িয়ে ফেলুন। এরপর ছোলা বুট পেঁয়াজ ও মরিচ সহ গ্রাইন্ডারে পিষে নিন অথবা পাটায় বেটে মিহি করে ফেলুন।
– এরপর বেটে নেয়া ছোলাবুটের সাথে বাকি সব উপকরণ (পাউরুটি বাদে) দিয়ে হাতে চটকে নিন ভালো করে।
– যদি কাবাবের ডো বেশি নরম থাকে তাহলে পাউরুটির টুকরো মিশিয়ে নিন। এরপর ছোটো ছোটো করে গোল অংশ নিয়ে হাতের তালুতে নিয়ে গোল চ্যাপ্টা আকারের কাবাবের আকৃতি দিয়ে দিন।
– একটি ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নিয়ে তাতে কাবাবগুলো দিয়ে লালচে করে ভেজে তুলুন। চাইলে একটি ডিম ফেটিয়ে নিয়ে ডিমে চুবিয়ে ভাজতে পারেন।
– ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন সসের সাথে বিকেলের নাস্তায় কিংবা খাবারের পাতে পরিবেশন করুন এই মজাদার ‘ছোলা বুটের কাবাব’।
Rozina Akter
Assistant Professor
Department Of Business Administration

Offline Mosammat Arifa Akter

  • Full Member
  • ***
  • Posts: 187
  • Test
    • View Profile
Thanks for sharing.
Mosammat Arifa Akter
Senior Lecturer(Mathematics)
General Educational Development
Daffodil International University