টাচ স্ক্রিন

Author Topic: টাচ স্ক্রিন  (Read 1436 times)

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile
টাচ স্ক্রিন
« on: January 20, 2015, 07:48:59 PM »
বর্তমানে টাচ স্ক্রিন জনপ্রিয় হলেও এর ইতিহাস একটু পুরনো। ১৯৫৫ সালে ইংল্যান্ডের জনসন তার একটি বৈজ্ঞানিক প্রবন্ধে ব্যাখ্যা করেন। তবে বাস্তবে এটিকে প্রয়োগ করা সেই সময়ে একটু বেশিই কঠিন ছিল। প্রথম আমরা টাচ স্ক্রিনের বর্তমান রূপ দেখতে পাই ১৯৭৭ সালে। বেন্ট স্টেম্প ইউরোপের গবেষণা কেন্দ্রে তার যন্ত্রে্ এটি প্রয়োগ করেন। এরপরে আরও অনেক ইলেকট্টনিক্স যন্ত্রে এর প্রয়োগ দেখা যায়। কম্পিউটারে টাচ স্ক্রিনের প্রথম প্রয়োগ করে হিউলেট প্যাকার্ড তাদের এইচ পি ১৫০ নামের একটি কম্পিউটারে।
শৌখিন গেম খেলবার কনসোলগুলোর জন্য টাচস্ক্রিনে প্রথম নিয়ে আসে লেগা তাদের গেম গিয়ার। যেটিতে রঙিন স্ক্রিনে স্পর্শ করে খেলা সম্ভব হয়েছিল। ১৯৯০ সালে জাপানে প্রথম তাদের এই কনলোল বিক্রি হয়েছিল প্রায় ১৫০ ডলারে। কিন্তু এর দাম একটু বেশি হবার কারণে বাজার দখল করতে পারেনি। সেই সময়ে টাচ স্ক্রিন প্রযুক্তি নতুন হবার কারণে খরচ একটু বেশিই পড়েছিল। গেমের বাজারে টাচ স্ক্রিন ভালমতো আলোড়ন সৃষ্টি করে পরবর্তীতে ২০০৪ সালে নিনটেন্ডো তাদের ডিএস পণ্য দিয়ে। বর্তমানেও এর কিছু নতুন সংস্করণ বাজারে  পাওয়া যায়।
এর পরে আরও অনেক পণ্যে টাচ স্ক্রিনের প্রয়োগ দেখা যায়। হাসপাতালের যন্ত্রপাতি, জাদুঘরের তথ্যকেন্দ্রে,ব্যাংকের এটিএম বুথে। তবে সফলভাবে প্রয়োগ হলো আইফোনে।