Career Development Centre (CDC) > Job in Overseas

কর্মী নিয়োগ করছে ফেসবুক, আবেদন করতে পারবে যে কেউ

(1/1)

Karim Sarker(Sohel):
বিশ্বব্যাপী প্রায় ১,২০০ কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতোমধ্যেই ফেসবুক বিভিন্ন জব লিস্টিং ওয়েবসাইটে এ সম্পর্কিত বিজ্ঞাপন প্রকাশ করেছে। যেকোনো দেশ থেকে যেকেউ আবেদন করতে পারবে বলেও ওই বিজ্ঞাপণে জানানো হয়েছে।

কর্মী সংখ্যার এই সম্প্রসারণ প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যার প্রায় ১৪ শতাংশ। ফেসবুকের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভার্চুয়াল রিয়েলিটি, ড্রোন এবং ডেটা সেন্টারে কাজ করার জন্য এই কর্মী সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হিসেব অনুযায়ী, বর্তমানে ফেসবুকে কর্মরত আছে ৮৩৪৮ জন কর্মী। এছাড়া সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ফেসবুকে এন্ট্রি লেভেলের প্রকৌশলীদের বাৎসরিক আয় প্রায় ১০৬,০০০ ডলার।

গত বছর ফেসবুক অধিগ্রহণ করে নেয় ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস রিফট। কেবলমাত্র এই প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হবে ৫৪ কর্মী।
- See more at: http://www.bd24live.com/bangla/article/21262/index.html#sthash.5ARQcrF3.dpuf

asitrony:
Exciting news!!
Great scope for job seekers...


Thanks for sharing


ASit Ghosh
Senior Lecturer
Dept. of Textile Engineering
Faculty of Engineering, DIU

milan:
GREAT NEWS!!

Raisa:
 :)

Farhadalam:
Darun news.

Navigation

[0] Message Index

Go to full version