টাচ স্ক্রিন কিভাবে কাজ করে

Author Topic: টাচ স্ক্রিন কিভাবে কাজ করে  (Read 1899 times)

Offline mostafiz.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 260
  • Test
    • View Profile
টাচ স্ক্রিন হলো একটি প্রদর্শন পর্দা|এটি এক ধরণের স্পর্শ পর্দা|এছাড়াও এটি একধরনের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে |টাচ স্ক্রিন হচ্ছে একটি সংবেদনশীল পর্দা |স্ক্রীনের উপরের অংশ হচ্ছে স্পর্শ সনাক্তকরণ অংশ এবং এটি এলসিডি স্ক্রিন ,ব্যাটারি এবং সার্কিট এর উপরের অংশ |এটি দুটি গ্লাসের সমন্বয় এ গঠিত এবং এই দুটো গ্লাসের মধ্যদিয়ে একগুচ্ছ চিকন তারের সাথে সংযুক্ত থাকে |উপরের যে গ্লাস থাকে সেটি সুরক্ষার জন্য থাকে |তার নিচে লেয়ার এ যে গ্লাস থাকে তার সাথে ঐ তারগুলু সংযুক্ত থাকে |এই দুটো মিলে একটা গ্রিড প্যাটার্ন তৈরী করে|কাচের একদিকের তার  ব্যাটারির পসিটিভ টার্মিনাল পর্যন্ত লাগানো হয় এবং অন্য দিকে নেগেটিভ টার্মিনাল পর্যন্ত লাগানো হয় |  কিন্তু শুধু মাত্র কখনো একজোড়া তার আছে তখন গ্লাসের একটা উপরে থাকে এবং একটা নিচে থাকে |যে কোনো সময় এটি চালু হতে পারে|যেহেতু এটি খুব দ্রুত চালু হয় সেহেতু প্রতি জোড়া তার একইভাবে খুব দ্রুততার সাথে চার্জ হয়ে যায় |ইলেকট্রিক ফিল্ড খুবই ছোট হয় এবং আশে পাশের চার্জের উপর প্রভাব ফেলে|
গ্লাস হচ্ছে এক ধরণের ইনসুলেটর|সকল ইলেক্ট্রন তার পরমানু দ্বারা শক্ত ভাবে আটকানো থাকে |তাই কারেন্ট মুক্ত ভাবে চলাচল করতে পারে না |এই তার গুলোর মাঝে যে ইলেকট্রিক ফিল্ড তৈরী হয় টা ইলেক্ট্রন গুলোকে ধনাত্মক তারের দিকে ঠেলে দেয় |কিন্তু পজিটিভ টার্মিনালের কাছাকাছি যে ইলেক্ট্রন গুলো আছে তা প্রত্যাহার করে এবং নেগেটিভ টার্মিনালের ইলেক্ট্রন আকর্ষণ করে |যেহেতু এটি গ্লাস আর সাহায্য ছাড়া হতে হবে তাই পজিটিভ তারের একটি বিট (কম ইলেক্ট্রন)তাই নেগেটিভ তারে নেগেটিভ ইলেক্ট্রন আরও বেশি পায় এবং এটার কারণে ইলেকট্রিক ফিল্ড আরও বেশি শক্তিশালী হয় |
যখন স্ক্রীনে টাচ করা হয় তখন ঐ আঙ্গুলকে একটি ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে প্রবেশ করানো হয়|আঙ্গুলের রক্ত এবং কোষ পানি দ্বারা পূর্ণ এবং এর মধ্যে চার্জিত পরমানু দ্রবিভূত থাকে |যেমন ধনাত্মক আয়ন সোডিয়াম এবং পটাশিয়াম এবং ঋণাতক আয়ন ক্লোরাই|যখন আঙ্গুলকে ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে প্রবেশ করানো হয় তখন এই ক্ষেত্রটি চার্জগুলো কে প্রস্তুত করতে থাকে এবং পজিটিভ তারের দিকে নেগেটিভ আয়ন গুলো আসে এবং পজিটিভ আয়ন গুলো দুরে চলে যায়|এবং সব অতিরিক্ত চার্জ আঙ্গুলের মধ্যে সংঘটিত হয়|যেহেতু ইলেকট্রিক ফিল্ড খুব শক্তিশালী তাই এটি অনেক চার্জ ব্যাটারি থেকে চুষে নিতে পারে|আঙ্গুলের চার্জ ইলেকট্রিক ফিল্ড এর খুব কাছ দিয়ে যায় সেটা ফোনের দৃষ্টি গোচর হয়|টাচ স্ক্রিন এর চার পাশে যে কালো দাগ থাকে এটা সেন্সর কে ঢেকে রাখে এবং সেই সেন্সর পরিমাপ করে সেই তারের মধ্যে কি পরিমান চার্জ জমা আছে|লুকানো সেন্সর গুলু পরিমাপ করে ঠিক কি পরিমান কারেন্ট প্রবাহিত হয়|গ্রিড লাইনে যত বেশি চার্জ জমা হয় চার্জ তত বেশি সময় ধরে থাকে|