মহাশূন্যে পানি?

Author Topic: মহাশূন্যে পানি?  (Read 789 times)

Offline subartoeee

  • Full Member
  • ***
  • Posts: 133
  • Test
    • View Profile
মহাশূন্যে পানি?
« on: March 05, 2015, 06:08:18 PM »
যুক্তরাষ্ট্রের নভোচারী টেরি ভার্ট মহাশূন্যে গত বুধবার ছয় ঘণ্টারও বেশি সময় ধরে হেঁটে এসে আবিষ্কার করলেন, তাঁর মাথার হেলমেটে পানি জমে আছে। এতে নভোচারীদের জন্য মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) তৈরি পোশাক-আশাকে ত্রুটি-বিচ্যুতি নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় আরেকজন নভোচারী মারাত্মক বিপদে পড়তে যাচ্ছিলেন। তবে এবারের ঘটনায় ভার্ট তেমন কোনো ঝুঁকির মধ্যে পড়েননি বলে জানিয়েছে নাসা। সমস্যাটির কারণ খুঁজে দেখা হচ্ছে এবং মহাশূন্যে হাঁটা স্থগিত রাখা হয়েছে। ভার্টের হেলমেট থেকে কেন পানি পাওয়া গেল, তা এখনো অজানা। নাসা জানায়, গত সপ্তাহে সংস্থাটির প্রকৌশলীরা নভোচারীর পোশাকে বেশ কিছু ত্রুটি পেয়েছেন। সেগুলোয় পানির ঘনত্ব বাড়ছিল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছিল।
Subarto Kumar Ghosh
Lecturer at EEE Department
710000979