কম্পিউটারের ঘুমের সমস্যা হলে...

Author Topic: কম্পিউটারের ঘুমের সমস্যা হলে...  (Read 786 times)

Offline subartoeee

  • Full Member
  • ***
  • Posts: 133
  • Test
    • View Profile
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভালো একটা সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে (Sleep) পরবর্তী সময়ে আবার কাজ করানো যায়। বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার চেয়ে এটা ভালো। বিশেষ করে ল্যাপটপ কম্পিউটারে এই সুবিধা বেশ কাজে লাগে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতেও ভূমিকা রাখে। কিন্তু এমন অনেক কম্পিউটারে স্লিপ চালু করে রাখলেও সেটি ঠিকভাবে কাজ করে না। কখনো হুট করে জেগে উঠতে পারে কোনো কাজ না করেই।
এ সমস্যা সমাধানের জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd.exe লিখে এন্টার করুন। এবার এখানে powercfg -lastwake লিখে এন্টার করুন। শেষ কবে কম্পিউটার স্লিপে গিয়েছিল সেটি দেখাবে। যদি কোনো কিছু না দেখায় তাহলে এবার powercfg -devicequery wake_armed সংকেত প্রয়োগ করুন। ফলে কোন কোন যন্ত্রাংশ থেকে স্লিপে নেওয়া হয়েছে সেটি দেখাবে। এবার স্টার্ট থেকে Run -এ devmgmt.msc লিখে এন্টার চাপুন।
ডিভাইস ম্যানেজার চালু হলে কমান্ড প্রম্পটে পাওয়া যন্ত্রাংশ খুঁজে নিন। যদি কি-বোর্ড হয় তবে কি-বোর্ডে ডান ক্লিক করে Properties-এ যান। এবার Power Management tab-এ গিয়ে Allow this device to wake the computer-এ থাকা টিকচিহ্ন তুলে দিয়ে OK করুন। এভাবে কমান্ড প্রম্পটে পাওয়া যন্ত্রাংশে একইভাবে Properties-এ গিয়ে পরের কাজগুলো করে নিন।
Subarto Kumar Ghosh
Lecturer at EEE Department
710000979