উড়োজাহাজের তথ্যের আধার

Author Topic: উড়োজাহাজের তথ্যের আধার  (Read 752 times)

Offline Fatema Yeasmin

  • Newbie
  • *
  • Posts: 15
  • Test
    • View Profile
উড়োজাহাজের তথ্যের আধার
 

.ব্ল্যাকবক্স
কোনো বিমান দুর্ঘটনায় পড়লে বা একেবারে বিধ্বস্ত হলে উদ্ধারকারীরা ব্ল্যাকবক্সের খোঁজ করেন। কারণ, এতে দুর্ঘটনার আগের মুহূর্তের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। আর সেগুলো দেখে দুর্ঘটনার কারণ নির্ণয় করার সুযোগ থাকে। জার্মানির একটি যাত্রীবাহী উড়োজাহাজ আল্পস পর্বতমালার ফরাসি অংশের একটি দুর্গম এলাকায় ১৫০ জন আরোহীসহ গত মঙ্গলবার বিধ্বস্ত হয়। ফ্রান্সের উদ্ধারকর্মীরা বিমানটির ধাতব ব্ল্যাকবক্স খুঁজে পেয়েছেন
সিভিআর
ককপিট ভয়েস রেকর্ডার
বিমানের ক্রু সদস্যদের সঙ্গে দূরবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের আলাপচারিতা ধারণ বা রেকর্ড করার সময়সীমা: ২ ঘণ্টা
আবরণ/ক্যাসিং
টিকে থাকতে
পারে
 ১ ঘণ্টা,
১১০০০
সেলসিয়াস তাপমাত্রায়
 ১ মাস, পানির ৬০০০ মিটার গভীরের পরিবেশে
পানির নিচে অবস্থান শনাক্ত করার আলোক-সংকেত
এটি নিমজ্জিত অবস্থায় শ্রবণাতীত (আলট্রাসনিক) তরঙ্গ তৈরি করে ৯০ দিন পর্যন্ত।
ভূপৃষ্ঠে দুই কিলোমিটার দূরে থেকেও সেই সংকেত শনাক্ত করা যায়
এফডিআর
ফ্লাইট ডেটা রেকর্ডার
এটি উড়োজাহাজের কারিগরি
তথ্য-উপাত্ত রেকর্ড ও সংরক্ষণ করে। যেমন: তাপমাত্রা, গতি, উচ্চতা
ও বাঁক নেওয়ার তথ্য
রেকর্ড করার সময়সীমা: ২৫ ঘণ্টা
সূত্র: এএফপি ও বিইএ

http://www.prothom-alo.com/technology/article