অভিনব সুগন্ধি

Author Topic: অভিনব সুগন্ধি  (Read 1079 times)

Offline khairulsagir

  • Full Member
  • ***
  • Posts: 142
  • Test
    • View Profile
অভিনব সুগন্ধি
« on: April 04, 2015, 09:23:10 AM »
শরীরে মাখানো সুগন্ধি যদি ঘামের সঙ্গে ভেসে না যায়, আর ঘামের দুর্গন্ধ যদি সেই সুগন্ধিকে আড়াল না করে বরং আরও কার্যকর করতে পারে—তাহলে কেমন হবে? অবাস্তব নয়, যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডের একদল বিজ্ঞানী এমনই একটি বিশেষ সুগন্ধি তৈরি করেছেন। এটি ব্যবহারকারী যত ঘামবেন, সুগন্ধের মাত্রা তত বাড়বে। কারণ, এটি তরল পদার্থের সংস্পর্শে এলে বেশি সুবাস ছড়াতে থাকবে। আর তাই ঘামের গন্ধকে ছাপিয়ে তীব্র হতে থাকবে সৌরভ। বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির আয়নিক লিকুইড ল্যাবরেটরিজের (কিউইউআইএলএল) ওই গবেষণায় নেতৃত্ব দেন বিজ্ঞানী নিমাল গুণারত্নে। সুগন্ধি তৈরির নতুন পদ্ধতিটি বাণিজ্যিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। কেমিক্যাল কমিউনিকেশনস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এএফপি।





Source: http://www.prothom-alo.com/technology/article/493909