শিশুদের মস্তিষ্ক বড়দের থেকে বেশি অনুভব করে

Author Topic: শিশুদের মস্তিষ্ক বড়দের থেকে বেশি অনুভব করে  (Read 1012 times)

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile
শিশুদের মস্তিষ্ক বড়দের থেকে বেশি অনুভব করে। আগে মনে করা হত শিশুদের অনুভব ক্ষমতা কম। কিন্তু সাম্প্রতিক যুক্তরাজ্যের বিজ্ঞানীদের এ গবেষণায় দেখা গেছে, ব্যথা দেওয়ার মতো চাপ বা খোঁচা দেওয়া হলে শিশুর মস্তিষ্কও বড়দের মস্তিষ্কের মতোই একইভাবে 'জ্বলে ওঠে'। অর্থাৎ শিশুরাও এমন ব্যথা অনুভব করে। অনেক ক্ষেত্রে এ ব্যথার অনুভূতি হয়তো আরও তীব্র হয়। ইলাইফ সাময়িকীতে প্রকাশিত হয় এই গবেষণা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমআরআই বা ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং এর মাধ্যমে ব্যথার অনুভূতিতে প্রাপ্তবয়স্ক ও শিশুদের মস্তিষ্কের প্রতিক্রিয়া পর্যালোচনাকরেন। এতে দেখা যায়, ব্যথা পেলে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের ২০টির মধ্যে ১৮টি এলাকা যেভাবে সক্রিয় হয়ে ওঠে শিশুদের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে।
মস্তিষ্কের এমআরআই স্ক্যানে দেখা যায়, ঘুমন্ত শিশুদের পায়ের তলায় একটা বিশেষ রড দিয়ে 'পেনসিল দিয়ে খোঁচা দেওয়ার মতো' করে খোঁচা দিলে শিশুদের মস্তিষ্কে তীব্র প্রতিক্রিয়া হয়।
এই গবেষণায় এক থেকে ছয়দিন বয়সী ১০টি স্বাস্থ্যবান শিশুর মস্তিষ্কে এমআরআই স্ক্যানের মাধ্যমে ব্যথার অনুভূতি পর্যবেক্ষণ করা হয়। অভিভাবক ও চিকিৎসকের উপস্থিতিতে এমআরআই যন্ত্রে প্রবেশ করিয়ে পরীক্ষা চালানোর সময় শিশুরা ঘুমিয়ে পড়ে। পরে ২৩ থেকে ৩৬ বছর বয়সী স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কের ওপর চালানো একইরকম পরীক্ষার সঙ্গে শিশুদের পরীক্ষার ফল তুলনা করা হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিকস বিভাগের চিকিৎসক রেবেকা স্টেলার বলেন, 'নিশ্চিতভাবেই শিশুরা আমাদের মতো ব্যথা পাওয়ার কথা বলতে পারে না। আর ওদের দেখে হয়তো আমরা ওদের ব্যথার অভিজ্ঞতা বুঝতে পারি না। তিনি আরও বলেন, 'অনেকে যুক্তি দেখান, শিশুদের মস্তিষ্ক বিকশিত নয় বলে শিশুরা হয়তো বড়দের মতো
অত তীব্র ব্যথা অনুভব করে না। কিন্তু আমাদের এ গবেষণায় জোরালোভাবেই এটা উঠে এসেছে যে, ঘটনাটা তা নয়।'
রেবেকা আরও বলেন, 'আমাদের গবেষণায় দেখা গেছে, শিশুরা কেবল ব্যথাই পায় না, ওরা হয়তো ব্যথার ক্ষেত্রে বড়দের চেয়েও বেশি স্পর্শকাতর। আমরা যে কারণে একটু বেড়ে উঠতে থাকা শিশুদের ব্যথানাশক দিয়ে থাকি সে কারণে আমাদের সদ্যোজাত শিশুদের ব্যথা দূর করা নিয়েও ভাবা উচিত।'
গত বছর আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে সদ্যোজাত শিশুদের ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে এক গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, আইসিইউতে শিশুরা দিনে গড়ে ১১ ধরনের ব্যথাযুক্ত চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও ৬০ শতাংশ ক্ষেত্রেই তাদেরকে কোনো ধরনের ব্যথানাশক দেওয়া হয় না।