তথ্য মনে করিয়ে দেওয়ার অ্যাপ

Author Topic: তথ্য মনে করিয়ে দেওয়ার অ্যাপ  (Read 830 times)

Offline khairulsagir

  • Full Member
  • ***
  • Posts: 142
  • Test
    • View Profile
হাতের কাছের মোবাইল ফোনটিই আপনাকে প্রয়োজনীয় তথ্য স্মরণ করিয়ে দিতে পারে। বাংলাদেশের অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ার জিপি বিডি লিমিটেড তৈরি করেছে ‘জিও অ্যালার্ট’ নামের নতুন রিমাইন্ডার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।

অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত রিমাইন্ডার অ্যাপ্লিকেশনের সঙ্গে এই অ্যাপটির অনেক পার্থক্য। যেকোনো সময়ে যেকোনো কিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিশ্চিন্তে দিয়ে দেওয়া যাবে অ্যাপটিকে। অ্যাপ্লিকেশনটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছালে মনে করিয়ে দেবে আপনার প্রয়োজনীয় তথ্য। গন্তব্যে পৌঁছানোর আগে কিংবা ফেরার পথে কোনো নির্দিষ্ট দূরত্বে থাকাকালীন আপনাকে মনে করিয়ে দেবে যা মনে রাখতে চেয়েছিলেন। রিমাইন্ডার সেট করার সময়েই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন লাগবে আর জিপিএস থাকতে হবে অন। এতে করে আপনার অবস্থান সম্পর্কে জেনে যাবে এই অ্যাপ্লিকেশন এবং মনে করিয়ে দেবে আপনার প্রয়োজনীয় তথ্য। যদি জিপিএস বন্ধও থাকে তবুও আপনাকে প্রয়োজনীয় তথ্য মনে করিয়ে দিতে সক্ষম এ অ্যাপ্লিকেশনের জিওফেন্স নামেন একটি ফিচার।
অ্যাপ নির্মাতারা জানান, অ্যাপ ব্যবহারকারীরা লোকেশন সেট করতে পারেন গুগল ম্যাপ অথবা কারেন্ট লোকেশন এমনকি এলাকার নাম টাইপ করেও। আপনার সেট করা সমস্ত জায়গা গুগল ম্যাপ এ দেখতে পারবেন। নির্দিষ্ট বার, অথবা প্রতিদিনের যেকোনো রিমাইন্ডার আপনি সেট করতে পারেন, নির্দিষ্ট দূরত্ব দিয়েও রিমাইন্ডার সেট করে নিতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশন এ আছে ভয়েস রিমাইন্ডার সার্ভিস, যার সাহায্যে আপনার চাওয়া অনুসারে মানুষের কণ্ঠে কথা বলে সেবা অব্যাহত রাখবে।
অ্যাপ ডাউনলোড করার লিংক https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.geopoweralert







Source: http://www.prothom-alo.com/technology/article/530218/%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
good.