Some important general knowledge for BCS

Author Topic: Some important general knowledge for BCS  (Read 1391 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
Some important general knowledge for BCS
« on: May 22, 2015, 05:06:36 PM »
প্রশ্ন : ফারো সেতুটি কোন দেশে
অবস্থিত?
উত্তর : ডেনমার্ক।
প্রশ্ন : শিপকা গিরিপথের অবস্থান
কোথায়?
উত্তর : বুলগেরিয়া।
প্রশ্ন : ইউরো টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৪৯ দশমিক ৮৮ কি.মি.।
প্রশ্ন : 'কার্নিভাল ডেস্টিনি' কোন
দেশের জাহাজ?
উত্তর : ইতালির।
প্রশ্ন : জাপানের প্রধান দুটি বন্দরের
নাম কী?
উত্তর : ইয়োকোহামা, ওসাকা।
প্রশ্ন : ফ্রান্সের বৃহত্তম বন্দরের নাম_
উত্তর : মার্সাই।
প্রশ্ন : মিরপুশ কোন দেশের
যাত্রীবাহী বিমান?
উত্তর : ফ্রান্স।
প্রশ্ন : সাগরগাভী নামে পরিচিত_
উত্তর : ডুগং।
প্রশ্ন : মাখন উৎপাদনে কোন দেশ
বিশ্বে প্রথম?
উত্তর : ভারত।
প্রশ্ন : কোন প্রজাতির ছাগলের লোম
থেকে পশম উৎপন্ন হয়?
উত্তর : অ্যাঙ্গোরা প্রজাতির ছাগল।
প্রশ্ন : বাক্য ও মনের অগোচরে_
এককথায় কী বলে?
উত্তর : অবাঙমানসগোচর।
প্রশ্ন : গোপন করার ইচ্ছা_ এককথায় কী
হবে?
উত্তর : জুগুপ্সা।
প্রশ্ন : 'বায়স', 'পরভৃৎ' শব্দের অর্থ কী?
উত্তর : কাক।
প্রশ্ন : 'অহরহ'-এর সন্ধি বিচ্ছেদ_
উত্তর : অহঃ+অহ।
প্রশ্ন : 'হাত ধুয়ে বসা' বাগধারার অর্থ
কী?
উত্তর : সাধু সাজা।
প্রশ্ন : ক, খ, গ, ঘ, ঙ বর্ণগুলোকে বলা হয়_
উত্তর : জিহ্বামূলীয়
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University