আমানতের সুদহারও কমলো

Author Topic: আমানতের সুদহারও কমলো  (Read 2451 times)

JEWEL KUMAR ROY

  • Guest
Re: আমানতের সুদহারও কমলো
« Reply #15 on: July 12, 2015, 10:57:05 AM »
পরিচালন ব্যয় কমাতে সুদবিহীন ও স্বল্পসুদবাহী আমানতের দিকে ঝুঁকছে সরকারি ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে স্থায়ী আমানতের সুদহার কমিয়েছে সরকারি খাতের সব ব্যাংক; যা আজ ১ জুন থেকে কার্যকর হবে। এতে স্থায়ী আমানতে সুদহার সর্বোচ্চ ৮ শতাংশ হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি)। গত সপ্তাহে বেসিক ব্যাংকে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল ও কৃষি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের এমডি মো. আব্দুস সালাম বলেন, আপাতত স্থায়ী আমানতের সুদহার কমানো হয়েছে। ধীরে ধীরে সব ধরনের আমানতের সুদহার কমানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঋণের সুদহার কমাতে এর বিকল্প নেই।

জানা গেছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। স্থায়ী আমানতে দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট সুদ কমিয়ে নতুন সুদহার নির্ধারণ করেছে সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। ঘোষিত নতুন সুদহার অনুযায়ী, তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতের সুদ হবে ৭ দশমিক ৫ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতের সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ। আর এক বছর বা তার অধিক সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম সময়ের আমানতের নতুন সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ, যা আগে ৭ দশমিক ৫ শতাংশ ছিল। ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে আমানতের সুদ ৭ দশমিক ৭৫ শতাংশ, আর এক বছর বা তার বেশি সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ দুই ধরনের আমানতের সুদহার ছিল যথাক্রমে ৮ শতাংশ ও ৮ দশমিক ৫ শতাংশ। বেসিক ব্যাংক এক মাস মেয়াদি আমানতে দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৩ শতাংশ, ৩ মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম মেয়াদি আমানতে দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ, ছয় মাস মেয়াদি বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতে দশমিক ৫৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৭ ও এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে দশমিক ৫ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে।

কৃষি ব্যাংকের এমডি এমএ ইউসুফ বলেন, সরকারি ব্যাংকের এমডিদের সম্মিলিত সিদ্ধান্তে সুদহার কমানোর সিদ্ধান্ত হয়েছে; যা আজ থেকেই কার্যকর হবে।

JEWEL KUMAR ROY

  • Guest
Re: আমানতের সুদহারও কমলো
« Reply #16 on: July 12, 2015, 10:57:59 AM »
Is there any issue regarding the topic.

Offline Jasia.bba

  • Full Member
  • ***
  • Posts: 166
  • Test
    • View Profile
Re: আমানতের সুদহারও কমলো
« Reply #17 on: July 12, 2015, 02:44:09 PM »
Informative..........




Jasia Mustafa
Lecturer,
Business Administration
DIU.
Jasia Mustafa
Senior Lecturer,
Dept. of Business Administration
Faculty of Business & Entrepreneurship
Daffodil International University

Offline Shahriar Mohammad Kamal

  • Sr. Member
  • ****
  • Posts: 337
  • Test
    • View Profile
Re: আমানতের সুদহারও কমলো
« Reply #18 on: July 12, 2015, 02:51:57 PM »
শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটা দেখার বিষয়।