বিভিন্ন প্রকার রোগ/রোগ নির্ণয়

Author Topic: বিভিন্ন প্রকার রোগ/রোগ নির্ণয়  (Read 1260 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
১। First Aid Box: প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ঔষুধ ও সরঞ্জাম বক্স।

২। নরমাল স্যালাইন: সোডিয়াম ক্লোরাইডের ০.৯% জলীয় দ্রবন।

৩। পানি বাহিত রোগঃ ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, হেপাটাইটিস।

৪। ছোয়াচে রোগঃ দাদ (Ring Worn), পক্স, কনজাংটিভাইটিস।

৫। বায়ু বাহিত রোগঃ পক্স, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, সাস।

৬। গভাবস্থায় মায়ের কোন টিকা দেওয়া হয়ঃ টিটেনাস টক্সেয়েড ভ্যাকসিন।

৭। EPI ভূক্ত রোগঃ ডিপথেরিয়া, হুপিংকফ, টিটেনাস (ধনুষ্টংকার) হাম, পোলিও, যক্ষা।

৮। হাট অ্যাটাক (Heart attack) বলতেঃ হৃৎপিন্ডের কাজ করার জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে, হৃৎপিন্ড  তার স্বাভাবিক কাজ করতে পারে না। তাকে হাট অ্যাটাক বলে।

৯। হাট রোগের কারনঃ অতিরিক্ত চর্বিযুক্ত মাংস খাওয়া, ধূমপান করা, অ্যালকোহল পান করা, কাঁচা লবন, কম পরিশ্রম করা।

১০। করোনারি থ্রম্বসিসঃ এটি হৃৎ পিন্ডের এক ধরনের রোগ। করোনারি ধমনী সংকুচিত বা বন্দ হয়ে যাওয়া।

১১। বাতজ্বর বা রিঊমেটিক ফিভারঃ হৃৎপিন্ডের রোগ, এটি হলে অস্থিসন্ধিতে ব্যথা, জ্বর ও হৃৎপিন্ডে প্রদাহ হয়।

১২। স্ট্রোকঃ মস্তিস্কের কোন অংশে রক্ত প্রবাহ বাধাগ্রস্থ হলে স্ট্রোক হয়।

১৩। স্ট্রোকের কারনঃ ঊচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান ও অ্যালকহল সেবন।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University